পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চশ্রোদয় নাটক । $3 বিদ্যা নামে কন্ত পুন র্তারি কুলে করিয়া গে। জনম গ্রহণ পিতা মাতা ভ্রাতৃগণে— সমস্ত আপন কুলে করিবে ভক্ষণ ॥ রতি –( ভয়ে কম্পমান হইয়া ) নাথ ! রক্ষা কর । রক্ষা কর! (ভর্তাকে আলিঙ্গন) কাম।—( স্পর্শমুখে স্বগত ) তরলিত আঁখি-তারা, দৃষ্টিটি আকুল-পারা, আধীর নয়ন । উত্তঙ্গ স্তনদ্বয় ভয়ে বিকম্পিত হয় —সুখ-পরশন । মণি-বলয়-গুঞ্জনে বাহু-ব্রততী-বন্ধনে কিবা আলিঙ্গন ! তন্তু মোর লোমাঞ্চিত —আনন্দিত সন্মোহিত হল যে গো মন ॥ ( প্রকাশুে—দৃঢ় আলিঙ্গন করিয়া ) প্রিয়ে ভয় নাই, আমরা জীবিত থাকৃতে কি বিদ্যার উৎপত্তি হতে পারে ? - রতি –আচ্ছা নাথ ! সেই রাক্ষসীর উৎপত্তি কি তোমাদের বিপক্ষদের অভিপ্রেত ? কাম —ই, তাদের অভিপ্রেত বৈ কি। বিবেক নিজ পত্নী উপনিষদ দেবীতে, প্রবোধচন্দ্র ও র্তার ভুগিনী বিদ্যার উৎপাদন করবেন ; আর, সেই বিষয়ে এই শমদম প্রভৃতি সকলেই উদ্যোগী । রতি —নাথ ! কেন সেই জুবিনীত লোকের আত্মবিনাশকারিণী বিদ্যার জন্মকে শ্লাঘার বিষয় মনে করচে বল দিকি ?