বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চন্দ্রোদয় নাটক । উপনিষৎ দেবীর সঙ্গে মিলিত হয়ে থাকে। না ; তাতে আমি বরঞ্চ সুখীই হব। " রাজা –প্রিয়ে! তুমি যদি প্রসন্ন থাকে, তা হলে আমাদেরও মনোরথ সিদ্ধ হয় 1 দেখ :– যিনি এক অদ্বিতীয় যিনি গো শাশ্বত প্ৰভু জগতের আদি, - তারে বহু ভাগ করি’ ভিন্ন ভিন্ন গৃহে যারা রাখিয়াছে বঁধি, আর যারা এইরূপে পরম সে পুরুধেরে মৃত্যু-বশে করে আনয়ন --বিদ্যা-যোগে সেই সব ব্রহ্মভেদকারীদের প্রাণস্তিক প্রায়শ্চিত্ত করিয়া সাধন ব্রহ্মের একতা পুন করিব স্থাপন ॥ আচ্ছ তবে এই কার্য সাধনের জন্ত শম-দমাদিদের নিযুক্ত করা बॉन् । ( প্রস্থান ) ইতি সংসারাবতীর নামক প্রথম অঙ্ক ।