পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাত্ৰগণ । পুরুষবর্গ। সূত্ৰধার । কামদেব—মনের প্রবুন্তি-পক্ষের পুত্র এবং মহামোঙ্গের অনুচর । বিবেক—মনের নিবৃত্তি পক্ষের পুত্র, ও নিবৃত্ত্বি-পক্ষের রাজা । দম্ভ—লোভের পুত্র । অহঙ্কার—মনের প্রবৃত্তি-পক্ষের পুত্র এবং মহামোহের অনুচর । বটু—দম্ভের পরিচারক । মস্থামোহ—মনের প্রবু হু-পক্ষের পুত্র, ও প্রবৃত্ত্বি-পক্ষের রাজ । চাৰ্ব্বকে—মহামোহের অনুচর । লোভ-অহঙ্কারের পুত্ৰ , ক্রেপি —মনের প্রবৃত্তি-পক্ষের পুত্র এবং মFামোহেব অনুচল । দিগম্বব সিদ্ধান্ত --পাষও মতাবলম্বা ও মঙ্গমোহের অসুচল ! বৌদ্ধমতাবলম্বী ভিক্ষু ও কাপালিক সেমিসিদ্ধান্ত —মহামোহের অনুচব ! বস্তুবিচার ও সন্তোষ--বিবেকের অনুচর । বিনীত—বিবেকের দূত । মন—আত্মার পুত্র । সঙ্কল্প—মনের মন্ত্রী । বৈরাগ্য —মনের নিবৃত্তি-পক্ষের দ্বিতীয় পুত্র । আত্মা—বিবেকের পিতামহ । নিদিধ্যাসন –বিষ্ণুভক্তির আত্মীয় । প্রবোধচন্দ্র-বিবেকের পুত্র ।