পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》 bW* প্রবোধ চন্ত্ৰিক । রাজা পুত্রকামনাতে পুত্রেষ্টি নামে যজ্ঞ করিয়াছিলেন সেই যজ্ঞেতে ঐ রাজার পঙ্গীতে পুত্র না হইয়। কনা হইল। পরে রাজা উন্মম্বিত হইয়া যাজক ব্রাহ্মণেরদের কর্ম বৈগুণ্য করণপরাধেই আমার যাগের ফল বৈপরীত্য হইল । ইহা মনে নিদ্বারিত করিয়৷ পুরোহিত প্রভূতি বাহ্মণদিগকে সাক্ষাতে আন। ইয়৷ অতিশয় রোষাবেশে আস্ফালন আস্কন্দন গর্জন ভৎসন তাড়ন করত ব্রাহ্মণেরদের উপরে প্রতাপ বিক্রম প্রকাশ করিয়া তদোষেতে অভিহ ত হইয়াছেন । আর ঐল নামে এক রাজ পূৰ্ব্বকালে অতিলোলুপ অর্থমাত্র তৎপর অতিবড় ছিলেন তিনি বলে ছলে প্রজারদের সৰ্ব্বস্ব অপহরণ করিয়া সকল লোককে অত্যন্ত নিষ্কপীড়িত করিলেন। তদুঃখেতে ৰাধিত প্রজার। সকলে যুক্তি করিয়া ধিগ হইয়। রাজসাক্ষাতে আসিয়া নিবেদন করিল হে মহারাজ আমরা সর্ক, লে তোমার প্রজ রাজার ঔরস সন্তান ও প্রজ। এই দুষ্ট অবিশেষ। এব- প্রজাপলিন রাজার পরম ধর্ম তুমি স্বধৰ্মত্যাগ কম্নিয় কুম্ভীরের নায় আমারদিগকে গিলিতে লাগিল ও ধন লোভে অন্যায়েতে অামারদের জীবনস্বরূপ ধনাকর্ষণ যেমন ডাইন লোকের শরীরহইতে রক্ত আকর্ষণ করিয়া স্বোদরপূরণ করে তেমনি করিতেছ। আমরা সকলেই নিঃস্ব হইয়। আন্ন বস্তুপর্যান্ত রহিত হইয়াছি (কৰ লপ রমায়ুর্বলে শ্বাসম’ত্র আলশেষে বাচিয়া আছি। ঈশ্বর কি এ পৃথিবী তোমারি নিমিত্তে সৃষ্টি করিয়াছেন এই মনে নিশ্চয় করিয়াছ। তার অনুপম ভয়ানক ক্রোধহইতে তোমার কি. ভয় কিঞ্চিম্মাত্রও নাই । তোমার ভূমিতে হল প্রবাহ ও বীজ বপন যে করি তাহার কিছু মাত্র সম্পযোগ নাই তৰে তোমার ভূমি রাথিয় আমরা কি করিব তোমার ভূমি তুমি এই লও এই কহিয়া এককালে ডেলা পাটখেল বৃষ্টিতে ঐল রাজাকে চূর্ণ কুরিয়া মারিয়া ফেলিল । আর শুন দণ্ডকারণ্যে মৃতসঞ্জীবনী বিদ্যাভিজ্ঞ কামরূপী মহাঅসুর বাতাপি ইল্ললস--জ্ঞক দুই ভুতি ছিল তাহারা অকারণ পরহি^মারসেতে বড় রসিক ছিল অনে-নৰালি মুনিদিগকে নিষ্কারণ নষ্ট করিত। তাহার প্রকার এই। ঐ দুই ভুতি৷ প্রভাহ ঋষিদিগকে নিমন্ত্ৰণ করিয়া স্বালয়ে আনিয়া পশুরুপি এক ভুস্তিাকে অন্য ভুতি নষ্ট করিয়৷ তস্মাৎস উত্তমরূপে পাক