পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bro প্রস্থত-তন্ত্র। গিয়া জল নির্গত হইলে প্রকৃত পানমুচিভাঙ্গ বলিয়া ভুল হইতে পারে। কিন্তু প্রকৃত পানমুচি ভাঙ্গিয়া গেলে হাত দিয়া সন্তানের মাথার সঙ্কুচিত চৰ্ম্ম বেশ বুঝিতে পারা যায়। আর মিথ্য পানমুচি ভাঙ্গিয় গেলে বাথার সময় আঙ্গুল দিলে বুঝিতে পারা যায় যে, উৰ বেশ শক্ত আছে এবং ছেলের মাথার নীচে জল আছে ও বেদনানিবৃত্তির সময়ে আঙ্গুল দিয়া উব সৰুচিত করিতেও পারা যায়। ৫। শিরঃস্ফীতি,—প্রসবসময়ে, প্রথমে সন্তানের মাথার যে টুকু অংশ বাহির হয়, তাহ শীত এবং টিপিলে তলতলে বলিয়া বোধ প্রসবের তিন অবস্থা । পূৰ্ব্বোক্ত লক্ষণ সকল কোন কোন সময়ে প্রকাশ পায়, তাহ সবিশেষ জানিতে হইলে, সমগ্র প্রসবকালকে তিন ভাগে বিভক্ত করিতে হয়। প্রসব-বেদনার আরম্ভ হইতে গর্ভচ্ছিদ্রের পূর্ণবিস্তৃতি পৰ্য্যন্ত কাল,— প্রথমাবস্থা। গর্ভচ্ছিদ্রের পূর্ণবিস্তৃতি হইতে সন্তান ভূমিষ্ঠ হওয়া পৰ্য্যন্ত কাল,—দ্বিতীয়াবস্থা। সন্তান ভূমিষ্ঠ হইতে অমরাপতন পৰ্য্যন্ত কাল,— তৃতীয়াবস্থা । প্রথমাবস্থান্ত্ৰ—গর্ভিণীর প্রসব বেদন ক্রমশঃ গাঢ়তর হইতে থাকে। নাড়ীর গতি দ্রুত হয় ও প্রস্রাব ঘন ঘন হইতে থাকে এবং কাহারও বা বমি কিংবা কম্প হইতে দেখা যায়। এই সময়ে গর্ভচ্ছিদ্র ক্রমে বিস্তৃত হইতে থাকে এবং যে পৰ্য্যন্ত গর্ভচ্ছিন্দ্রের পূর্ণবিস্তার না হয়, ততক্ষণ প্রস্থতির বিশেষ যন্ত্রণ হইতে থাকে।