বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রসূতি-তন্ত্র। "שמי এবং সর্ষপ তৈলে ( বা ডাক্তারী সুইট অয়েলে ) স্তাকৃড়া ভিজাইয়া আস্তে আস্তে শিশুর গায়ের ছাৎলা তুলিয়া দিবে এবং বিশেষ সাবধানতার সহিত গরমজলে স্নান করাষ্টয়া অর্থাৎ গল পৰ্য্যন্ত সমস্ত দেহটা ধুইয়া বেশ করিয়া মুছাইয়া দিবে। স্নানের সময় নাভীতে জড়ান পেটটাে না ভিজিলেষ্ট ভাল হয়। তথাপি স্নানের পরে পেটর ন্যাকৃড়া বা তুলা প্রভৃতি সমস্তই বদলাইয়া দিবে। ফুলপড়। সাধারণতঃ ফুল বাহির করিবার জন্য বড় একটা চেষ্টা করিতে হয় না। প্রকৃতির নিয়নে যখন জরায়ু উত্তমরূপে সঙ্কুচিত হয, তখন আপন হইতেই ফুল পড়িয়া থাকে ও রক্তস্রাবের পথ রুদ্ধ হয় । যদি আপনা হইতে অদ্ধ ঘণ্টা পর্য্যন্ত ফুল না পড়ে বা অধিক রক্তস্রাব হই থাকে, তবে গর্ভাশয় স্বাভাবিক ভাবে সঙ্কুচিত হইতেছে না বুঝিতে হইবে। তখন প্রস্থতির তলপেটে হাত দিয়া জরায়ুটী ধরিয়া চট্টকাইতে থাকিবে। এইরূপ করিতে করিতে দেখিতে পাইবে জরায়ুটা ক্রমে ক্রমে শক্ত হইতে থাকিবে এবং কিছু ক্ষণের মধ্যেই যথন জরায়ুটা পূব সঙ্কচিত হইয়া পড়িবে, তখনই ফুলটাও বাহির হইয়া যাইবে। কিন্তু এইরূপে জরায়ু চটকাইবার পূৰ্ব্বে প্রস্থতির পেটের উপর হাত দিয়া বেশ করিয়া দেখিবে জরায়ুর অবস্থা কিরূপ। যদি স্পষ্টভাবে বুঝাযায় যে, তাহাতে আর একটা সন্তান আছে, তবে তাঙ্গার প্রসবের জন্ত অপেক্ষা করিবে । ফুল বাহির হৃষ্টয়া আসিলে বিশেষ করিয়া দেখিবে যে ফুলটা সমগ্র বান্তির হইয়াছে কিনা। যদি দেখ ফুলের মধ্যে খানিকটা ফণক আছে, তবেই বুঝিতে হইবে ফুলের কিয়দংশ পেটের মধ্যে রহিয়া গিয়াছে ; তাহা হইলে পূৰ্ব্ববৎ জরায়টাকে চট্টকাইতে থাকিবে। ঐন্ধপ করিলে ফুলের বাকী অংশটুকু রক্তের সহিত বাহির হইবে। কাহার কাহারও জরায়ু হইতে ফুল খসিয়া আসিয়া যোনিদ্বারে আটকাইয়া যায়। যদি সেরূপ হয়, তাহা হইলে একহাতে জরায়ুটাকে খুব দৃঢ়