পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V)e প্রসূতিতন্ত্র। ৫ । ভুক্ত দ্রব্যের রসও গর্ভোংপত্তির অন্যতম কারণ। যেহেতু, রসের অভাব ঘটলে মাতাই জীবিত থাকিতে পারে না, গর্ভোৎপত্তি তো দুরের কথা। রসের দ্বারাই গর্ভের পরিবৃদ্ধি হইয়া থাকে। ৬। সত্ত্ব অর্থাৎ মনও গর্ভোৎপত্তির অন্যতম হেতু। যেহেতু,মনই শরীরের সহিত জীবের সম্বন্ধ ঘটাইয়া দেয় । মনের অভাব হইলে মানুষের স্বভাব কোথায় চলিয়া যায়, ভক্তি বিকৃতি প্রাপ্ত হয়, ইন্দ্রিয় সকল উপতপ্ত হয়, বল থাকে না, ব্যাধি আসিয়া অ! ক্রমণ করে, পরে প্রাণও দেহ ছাড়িয়া চলিয়া যায়। গর্ভের কারণ-সম্পত্তি । -سي পূৰ্ব্বোক্ত কারণ ছয়ট হইতে সন্তান যে সমস্ত শারীরিক দ্রব্যসম্পত্তি লাভ করে, তাহ যথাক্রনে প্রদশিত হইতেছে । যথা— ১ । মাতা হইতে,--ত্বকৃ, শোণিত, মাংস, মেদ, নাভি, হৃদয়, ক্লোম যকৃৎ, প্লীহা, বুক, শস্তি, পুরীবাধান, আমাশয়, পদ্ধ শয়, গুহ প্রদেশ,ক্ষুদ্রাস্ত্র স্থলান্ত্র, বপা ও বপাবহন । ৫ । “রলজণ্টায়; গর্ভে নহি রসাদৃতে মাতুং প্রাণঘাত্রাপি স্যাং কি পুনগ ভজন্ম । ৬। “অস্তি খলু সত্ত্বমুপপাদকং যজীবপূকু শরীরেণাভিসম্বধুতি। যস্মিন্নপগমনপুরস্কৃতে শলমস্য ব্যাবর্ততে, ভক্তিপিপৰ্য্যস্যতে, সৰ্ব্বেক্রিয়াণুপতপ্যন্তে, বল, হয়তে ব্যাধয় আপ্যায্যন্তে। যন্মান্ধীনঃ প্রাণান্‌ জহাতি।” “মাতৃত সস্তবস্তি--ত্বকৃ চ লোহিতঞ্চ মাংসঞ্চ মেদশচ নাভিশ্চ হৃদয়ঞ্চ ক্লোমচ যকৃচ্চ প্লীহাচ বুকোঁচ বস্তিশ্চ পুরীষাধানঞ্চমাশয়শ্চ পঙ্কাশয়শ্চোত্তরগুদঞ্চাধরগুদঞ্চ স্কুলাস্ত্রঞ্চ বপাচ বপাবহনঞ্চেতি মাতৃজানি।” চরকসংহিতা Cl