পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○ প্রস্থতিতন্ত্র । এবং গর্ভস্থ শিশুর হৃদয় স্থান প্রকটিত হওয়ায়, তাঙ্গতে চৈতনোর আবির্ভাব হয়। যেহেতু, চৈতন্যের আধারই হৃদয়। চৈতন্যোদয়ে ইন্দ্রিয়গণ সচেতন হইয়া ভোগ্যবস্তুর জন্য অভিলাষ প্রকাশ করে। ভস্থ সন্তানের অভিলাষ, গর্ভিণীর হৃদয় দ্বারা প্রকটিত হইয়া থাকে। তৎকালে গর্ভস্থ-শিশুর হৃদয় ও গর্ভিণীর হৃদয়, এক গর্ভিণীগত হওয়াতে তাহাকে দোহৃদিনা কহে । দোঙ্গদিনীর অভিলাষের নাম দোহদ । দোঙ্গদের অবমাননা করিলে গর্ভস্থ সন্তানের অনিষ্ট হইয়া থাকে। ১ পঞ্চম মাসেন,—মানসিক শক্তির বিকাশ হইতে থাকে। তখন সে কেবল চিন্তা করিতে থাকে কিছুই স্থির করিতে পারে না । যেহেতু, মনের স্বভাবই সঙ্কল্প ও বিকল্প করা মাত্র। ২ ক্ৰষ্ঠ মাসে,—গর্ভস্ত সন্তানের বুদ্ধির উদয় হইয়া থাকে, তখন সে কথঞ্চিৎ স্থিরসঙ্কল্প হইতে পারে । ৩ সপ্তমমাসেন,—অঙ্গ প্রত্যঙ্গ সকল অধিকতর স্পষ্টরূপে প্রকটিত হইয়া সম্পূর্ণতা লাভ করিতে থাকে ॥৪ অষ্টম মাসে,—শিশুর অঙ্গ প্রত্যঙ্গ সকল সম্পূর্ণ ও পরিপুষ্ট ১। চতুর্থে সৰ্ব্বাঙ্গপ্রত্যঙ্গবিভাগ: প্ৰব্যক্ততরে ভবতি, গর্ভহ্নদয়প্রব্যক্তভাবাচ্চেতনাধাতুরক্তিব্যক্তে ভবতি । কস্মাৎ ? তৎস্থানস্থাৎ । তন্মাদৃগভশচতুৰে মাস্যভিপ্রায়মিন্দ্রিয়াৰ্থেষু, করোতি। দ্বিহৃদয়ঞ্চ নারীং দোঙ্গদিনীমাচক্ষতে। দোঙ্গদনিমাননাৎ কুজং সুতং জনয়তি ।” ২। “পঞ্চমে মনঃ প্রতিবুদ্ধতরং ভবতি ।” সুশ্ৰতসংহিত। “মনঃ সঙ্কল্পবিকল্পঃ স্যাৎ” পঞ্চদশী ৩ । “ষষ্ঠে বুদ্ধিঃ।” স্বপ্রতসংহিতা “বুদ্ধি: স্যান্নিশ্চয়াঞ্জিকা।" পঞ্চদশী s। "সপ্তমে সৰ্ব্বাঙ্গপ্রত্যঙ্গবিভাগ: প্ৰব্যক্ততরে ভবতি ।” স্বপ্রতসংঙ্কিত ।