পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૨ প্রসূতি-তন্ত্র। গর্ভস্রাব-প্রতীকার । গৰ্ভস্রাবের উপক্রম হইলে,—গর্ভাশয়, কটা, বঙ ক্ষণ ( কুচকী ) ও বস্তিদেশে শূলবং বেদন এবং যোনিমার্গ দিয়া রক্তস্রাব হইতে থাকে।১ তাদৃশ অবস্থায় গভিণীকে শীতল জলের পরিষেক, শীতল জলে অবগাহন ও শীতল প্রলেপাদি দিবে (২) এবং রোগিণীকে কোমল ও সুখময় শয্যার মস্তকের দিকে কিঞ্চিৎ অবনত ভাবে শয়ন করাইয়া রাখিলে। পরে অতিশয় শীতল জলে যষ্টিমধু চূর্ণ ও মধু আলোড়িত করিয়া সেই জলে তুলা ভিজাইয়া অথবা হ্যাগ্রোধাদি ক্ষীরিবৃক্ষ ও কষায়-রস-প্রধান বৃক্ষ সমুহেব স্বরসে বস্ত্র ভিজাইয়া ঘোনির মধ্যে স্থাপন করিবে এবং নাভির নীচে শতধৌত বা সহস্রধৌত ঘৃত প্রলিপ্ত করিয়া দিবে ও তদুপরি সুশীতল গব্যদুগ্ধ বা যষ্টিমধুর সুশীতল কাৰ্থ অথবা স্তগ্রোধাদি-গণের ( ১৯শ পুষ্টায় দ্রষ্টব্য ) সুশীতল কাথ পরিষেচন করিতে থাকিবে ॥৩ অত্যন্ত রক্তস্রাব বন্ধ করিবার জন্য কোষ্ঠাগারিকা (কুমুরে পোকা ) নামক কীট বিশেষের ঘরের মাটী, ধাইফুল, বরাহক্রান্তা, নবমালিকা, গিরিমাটী, ধূনা ও রসাঞ্জন, এই সকল দ্রব্যের মধ্যে যতগুলি পাওয়া যায়, Tঅচতুৰ্থাত্ততে মাসাং প্রস্রবেদ গভবিদ্রবঃ । তত: স্থিরশরীরস্য পাতঃ পঞ্চমযষ্ঠয়ো: ॥” নিদানম্। ১ । “পতিষ্যতি গর্ভে গর্ভাশয়কটবজণবস্তিগুলানি রক্তদর্শনঞ্চ । ২ । “তত্র শীতৈঃ পরিবেকাবগঙ্গপ্রদেহাদিভিরুপচব্লেজ্জীবনীয়কৃতক্ষীরপানৈশ্চ , স্বশ্ৰতসংহিত । ৩। “পুপদর্শনাদেবৈনাং ক্ৰয়াচ্ছয়নং তাবষ্ম দুমুখশিশিরাস্তরণসংস্তীর্ণনীযদবনস্তশিরস্কং প্রতিপদ্যস্থেতি। ততো ষষ্টিমধুকসপির্ভ্যাং পরমশিশিরবারিণি সংস্থিতাভ্যাং পিচুমাপ্লাব্যেপন্থসমীপে স্থাপয়েৎ । তস্যা: তথা শতধেীতসহস্ৰধেীতাভ্যাং সপির্ভ্যাং অধো নাভে: সৰ্ব্বতঃ প্রদিহাৎ। গব্যেন চৈনং পয়সা মুণীতেন মধুকামুনা বা ন্যগ্রোধাদিকৰায়েণ বা পরি ঘেচয়েদখোনাভেঃ । ক্ষরিণtং কৰায়ক্রমাণাঞ্চ স্বরসপরিপীতানি চেলানি গ্রাহয়েত ।” চরকসংহিত ।