বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ অধ্যায়। প্রসবকাল সূতিকা-গৃহ। নবম মাস হইতেই গর্ভিণীর প্রসব সম্ভাবনা হইয়া থাকে। অতএব নবম মাসের পূর্বেই স্থতিকাগৃহ প্রস্তুত করিয়া রাখা কৰ্ত্তব্য। ১ স্থতিকাগৃহ বেশ পরিস্কার পরিচ্ছন্ন হওয়া আবশু্যক। ঘরের ভিতরের পরিসর, দৈর্ঘ্যে ৮ হাত এবং প্রস্থে ৪ হাত হইবে। দক্ষিণ অথবা পূৰ্ব্ব দিকে দ্বার থাকিবে । ঘরের মেজে সমতল ও সুপরিষ্কত হইবে এবং স্থতিকাগৃহ মৃন্ময় হইলে, ঘরের ভিতরের দেওয়ালের গাত্র সকল গোময় ও মৃত্তিকা দ্বারা লেপিয়া দেওয়া আবশ্যক। ঘরের মধ্যে কোনও রূপ ছুর্গন্ধাদি থাকিবে না ও ঘরখানি দেখিতে বেশ মুদৃশ্য হইবে এবং যে স্থানে স্থতিকাগৃহ নিৰ্ম্মিত হইবে, সেস্থান যেন জলসিক্ত বা অন্য কোন কারণে অপ্রশস্ত না হয়, সে বিষয়ে দৃষ্টি রাখিতে হইবে। ২ স্থতিকাগৃহে এই কয়ট দ্রব্য পূৰ্ব্ব হইতেই সংগৃহীত করিয়া রাখা উচিত। যথা,—পরিস্কৃত ও শুষ্ক পরিধেয় বস্ত্র, আচ্ছাদন বস্ত্র, অগ্নি, জল, মল ও মুত্র ত্যাগের স্থান; স্নান ও আহারের স্থান, স্বত, তৈল, মধু, সৈন্ধব, স্বরা, তীক্ষ্ণধার ছুরিকা, দুই খানি পৰ্য্যন্ধ অর্থাৎ খাট, অগ্নি সন্ধুক্ষণের ১ । “প্রাক্ চৈবাল্য নবমমসাৎ স্বতিকাগারং কারয়েৎ।" ২ । “প্রশন্তরূপরসগন্ধায়াং ভূমে উপলিপ্তভিত্তিং স্ববিভক্তপরিচ্ছদং প্রাকৃম্বরং দক্ষিণ দ্বারংবা অষ্টহস্তায়তং চতুর্হস্তবিস্তৃতং বিধেয়মৃ।" চরকসংহিতা ।