পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলোক । *。 বলে। এই বায়ুসীমার উদ্ধে স্বলোকের অারস্ত । মনে চিন্ত কর, এই আকাশ সকল স্থানেই প্রসারিত হইয়া রহিয়াছে—উচ্চে আমাদের মস্তকের উপরে, গভীরতায় আমাদের পদতলের নিক্ষে এবং আমাদের সমুদয় আশেপাশে সমভাবে অমিত ও অসীমরূপে বিস্ত ত আছে। আরো মনে কর, আমাদের পৃথিবীগ্রহসদৃশ বৃহত্তর বা ক্ষুদ্রতর অন্যান্য গ্রহ সকল্প পৃথিবীর ন্যায় আকাশে থাকিয়া ইহাদের সাধারণ কেন্দ্র সূর্য্যের চতুর্দিকে আকৃষ্ট বা ঘূর্ণ্যমান হইতেছে। যে গ্রহ এই মধ্যবিন্দুর অত্যন্ত নিকটবৰ্ত্তা, তাহ প্রায়, চারি কোটা আশি লক্ষ মাইল পরিমিত কক্ষরেখা ( orbit) অঙ্কিত করিতেছে। যে গ্রহ "অত্যন্ত দূরবর্তী, তাহ পৃথিবীর কক্ষরেখা অপেক্ষা ৩০ গুণ বৃহৎ কক্ষরচনা করিতেছে অর্থাৎ প্রায় ৩৬০ কোট মাইল পরিমিত অরবিশিষ্ট চক্রাকারে পরিভ্রমণ করিতেছে। এইরূপে আমরা যাহার অন্তভূত আছি, সেই সৌরজগৎপ্রণালীর আভাস প্রাপ্ত হইলাম। Wり