পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 е 3, প্রাকৃত-ভূগোল । ঐ জলাপেক্ষায় উষ্ণ থাকিলে বাপ শীঘু উৎপন্ন হয় । গভীর-পাত্রাপেক্ষায় অগভীর-পাত্রে ও বায়ুর সাহায্যে বাক্ষপ সত্বরে উত্থিত হইতে থাকে । এই প্রযুক্ত উষ্ণ দুগ্ধ ব্যটিতি শীতল করিতে হইলে এতদেশীয় গেহিনীরা তাহ গভীর বাটীহইতে অগভীর পরালিতে ঢালিয়া থাকেন, তদভিপ্রায় এই যে গভীর-পাত্রে দুগ্ধের যে অ৭শ শীতল-বায়ুর সহিত সমস্কৃষ্ট হয়, অগভীর-পাত্রে তদপেক্ষায় অধিকাংশ পায় স্লশ করিয়া শীঘু শীতল হইৰে ; ঐ পরালির উপর বাতাস করিলে দুগ্ধের আন্দোলন হইয় তাহার সৰ্ব্বত্র বায়ু चुः করে, তথ} শীতকার্য্যও শীঘু সয়ন্ন হয় । জল ও বায়ুর উষ্ণতা তুল্য হইলে, তথা জল অপেক্ষায় বাযু ১৫ তাপাশশহইতে অধিক শীতল হক্টলে, বাক্ষেপাথিতির অত্যন্ত লাঘব হয়। বায়ু বাপে পূর্ণসিক্ত * হইলেও বাস্প জন্মিলার হানি হয় ; এই প্রযুক্ত বর্ষাকালে অত্যন্ত্র বাক্ষপ জন্মিয় থাকে। বায়ুস্থ বাপের ও বৃষ্টি-পতনের পরিমাণ-করণার্থে পদার্থবিদ্যা-বিশারদ পণ্ডিতের নানা উপায় স্থির করিয়াছেন । এতদ্দেশে অাড়ার পরিমাণ প্রসিদ্ধ ; বিলাতে তৎপরিবর্ক্সে অন্যান্য যন্ত্রদ্বারা বাক্ষপ ও বৃষ্টি নিরূপিত হয়। কোন দেশে নিপতিত বৃষ্টি মৃত্তিকাদ্বারা শোষিত ও তড়াগাদিতে সঙ্গুহিত না হইয়া যদ্যপি উক্ত দেশের উপরে সৰ্ব্বত্র সমভাবে বিস্তৃত থাকত, ও তদ্বারা ঐ বৃষ্টজলের

  • যাহা ইষ্টতে অধিক সিক্ত হইতে পারে না ভদবস্থার নাম পূর্ণসক্তাবস্থা।