8 প্রাকৃষ্ঠ ভূগোল । ভাৰবিশিষ্ট নহে; সু্যেত স্তরঙ্গাদি-ভেদে স্থানে ২ তাহার লক্ষণ-ভেদ হয়। তদৃষ্টে ভূগোলবেত্তার তাহাকে দুই খণ্ডে বিভাগ করেন ; প্রথম, প্রাচীগৰ্ভ, দ্বিতীয়, প্রতীচৗগর্ভ। প্রাচৗগর্ভ ৪থণ্ডে বিভক্ত ; তদ্যথা ১ কুমেরু-সমুদ্র, ২ দক্ষিণসমুদ্র, ৩ ভারত-সমুদ্র,৪ স্থির-সমুদ্র। প্রতীচৗগভর্মুমেরু সমুদ্র ও আত্নান্তিক সমুদ্র এই দুই খণ্ডে বিভক্ত। এই ছয় সমুদ্রের সীমাও স্থিতি ভূগোলের মানচিত্র-দৃষ্টে অনায়াসেই ব্যক্ত হয়, অতএব এস্থলে তাহার বিবরণ করা বাহুল্য। ভূগোলের স্থল-খণ্ড-সকল সৰ্ব্বত্র সমতুল্য নহে; পরিমাণ ও আকৃতি বিষয়ে অত্যন্ত বিভিন্ন আছে । সামান্য মানচিত্রের বামপাশ্বে যে খণ্ড দৃষ্ট হয়, তাহাই সৰ্ব্বাপেক্ষায় বৃহৎ । ইসরাজের তাহাকে “প্রাচীন-পৃথ্বী” কহেন । এই খণ্ডের প্রধান অপ\শের নাম আশিয়া-খণ্ড, ও অপর আপ\শদ্বয়ের নাম ইউরোপ এব°N আফরিকা । বস্তুতঃ ইউরোপ অাশিয়া খণ্ডের এক বাহু মাত্র, ও অাফরিকা এক দ্বীপ-বিশেষ ; বোধ হয়, তাহার উৎপত্তির বহুকাল পরে কোন কারণবশতঃ অণশিয়া খণ্ডের সহিত স°যুক্ত হইষাছে। ফলতঃ ইউরোপ ও আশিয়া এক মহাদ্বীপ ও আফরিক অপর এক দ্বীপ, উভয়ে এক সঙ্কটস্থল-দ্বারা মিলিত হইয়। পৃথিবীর পূৰ্ব্বাদ্ধ সমপূর্ণ করে। মানচিত্রের দক্ষিণভাগে যে বৃহৎ ভূমিখণ্ড দৃষ্ট হয় তাহাকে ই^রাজের “নুতন পত্নী” কহেন ; কারণ পূৰ্ব্বতনকালে ইহার অস্তিত্ব বিষয়ে তাহাদিগের পরিজ্ঞান ছিল না ; স^বৎ ১৫৫১ অব্দে অমরিকস নাম এক জন নাবিক, ও তাহার কিঞ্চিৎ পরে কলম্বস নামা বিখ্যাত নাবিক,
পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১১
অবয়ব