পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o. 8 প্রাকৃত-ভূগোল। অর্থাৎ ৪৷০ হস্ত জল বাপ হয় ; ও তথাকার বৃষ্টির বার্ষিক গড় ১০০ বা ১১০ বুরুল ; উত্তর-সমমণ্ডলের বাপ-পরিমাণ ৩০ বুরুল, বৃষ্টি-পরিমাণ ৩৪ বা ৩৫ বৃরুল হইবেক। প্রত্যেক মণ্ডলের সৰ্ব্বত্র সমপরিমাণে বারি পতিত হয় না। ক্ষেত্ৰাদি-নিমু-স্থানাপেক্ষায় উচ্চ-স্থানে বৃষ্টি অল্প, কিন্তু ক্ষেত্ৰাদি সমভূমিহইতে পৰ্ব্বতের ঢালে, বিশেষতঃ ঐ ঢাল অসম অতু্যচ্চ পৰ্ব্বতের পাশ্বে স্থিত হইলে, বৃষ্টির আধিক্য হয় —কারণ মেঘ পৰ্ব্বতাভিমুখে গমন-সময়ে তৎল্পশে শীতল হওত বৃষ্টিরূপে নিপতিত হইয়া থাকে; এই প্রযুক্ত হিমালয়ের ঢালু স্থানে বৃষ্টি অধিক। অধিত্যকায় বৃষ্টি অল্প, এব^ উপত্যকায় অধিক ; তদৃষ্টান্ত ইরাণ দেশ ; তথায় প্রায়ঃ কদাপি মেঘ দৃষ্ট হয় না, তথাচ তন্নিকটস্থ মাজেন্দ্রান-প্রদেশে প্রচুর বৃষ্টি হইয়া থাকে। সমুদ্রতটে বাপ অধিক, তথা বৃষ্টিও অধিক। বৃহভূমিখণ্ডের মধ্যভাগে অধিক ৰাষেপর সম্ভাবনা নাই ; সুতরাণ বৃষ্টি অল্প ; কিন্তু স্থানভেদে এক্ট নিয়মের অনেক অন্যথা হইয়া থাকে । সমমগুলে ভূমির পশ্চিম-পাশ্বে অধিক বৃষ্টি হয়, ও গ্রীষ্মমণ্ডলে ভূমির পূৰ্ব্ব-পাশ্বে অধিক ; ইহার কারণ,উক্ত মণ্ডলদ্বয়ের বায়ু ; গ্রীষ্মমণ্ডলে বাণিজ্যবায়ুর সাহায্যে বাপ আসিয়া পূৰ্ব্ব-তটে উৎক্ষিপ্ত হয়, সমমণ্ডলে বায়ুর গতি তাদৃশ নহে, সুতরাণ বৃষ্টিরও অন্যথা ঘটে । স্থানভেদে বৃষ্টি-হইবার কালের অনেক ব্যভিচার হইয়া থাকে; কোন স্থানে বারমাসই কিঞ্চিৎ ২ বৃষ্টি হয় ; কোথাও বর্ষের সমস্ত বৃষ্টি দুই তিন বা চারি মাসের মধ্যে নিপ