পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o. o क्लड छूष्5ाल । পারিলে, যে ঐ শীতপ্রধানদেশে শিশির পতন-সময়ে শীতাধিক্যে হিম * রূপে পরিণত হইবেক । ঐ হিমহওনের সীমা পৃথিবীর উত্তরভাগে ৩০ অক্ষাংশ, তাহার দক্ষিণে হিম পড়ে না। পৃথিবীর দক্ষিণভাগে হিমসীমা ২৮ অক্ষাংশ ; তাহার উত্তরে হিম পড়িতে দেখা যায় নাই । পরন্তু এই নিয়ম সমভূমির সম্বন্ধেই প্রমাণাকৃত হয়, পৰ্ব্বতে ইহার অনেক অন্যথা প্রত্যক্ষ হইয়া থাকে ; তদ্বিবরণ পরে বক্তব্য । বাপ শীত-ক্রমে ঘনীভূত হইয়া বৃষ্টিরুপে নিপতিত হয় ; ও কথন ২ ঐ পতন-সময়ে শীতাধিক্য হইলে অত্যন্ত ঘন অর্থাৎ দৃঢ় হইয়া যায়, এল৭ তাহ শিলানামে প্রসিদ্ধ। ঐ শিলা-হওনের কারণ বিদু্যৎ । তাহার সাহায্য ভিন্ন শিলা হইবার সম্ভাবনা ন ,ক্ট ।

  • হিম শব্দের প্রকৃত অথ আকাশাগত “ বরফ ”; কিন্তু অনuBSBB BB BBBSBBBBg BBBB BBBS BBBS এই গ্রস্তে আমরা ঐ শব্দ প্রকৃত অর্থে ব্যবহৃত করিলাম । তড়গিদির জল জমিয়া নে দৃঢ় পদার্থ হয়, তাহ বরফ শকে জ্ঞাপন করিব। ফল : ইংরাজি “ অাইস্” ও “য়ে ” শব্দে ঘে ভেদ, আমরা হিম ও বরফ শব্দে সেই ভেদ নির্দিষ্ট করিলাম । হিমের পর্যায় “ নাহার ” ও “ তুষার ” ; ইহার অন্যতম শব্দ স্বেচ্ছামতে ব্যবহৃত হইবেক ।