পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> > レア প্রাকুও-ভূগোল । জ্যোতির অভাবে তরুলতাদির অত্যন্তাভাব হয় না ; খনি ও গুহার মধ্যে নানা প্রকার ছত্রক (কোড়ক ; ব্যাঙ্গের ছাতা) শ্রেণীজাত পদার্থ জন্মিয় থাকে। দক্ষিণ অমরিকার কুমানা-প্রদেশে কারিপ-গুহার মধ্যে তদ্বারহইতে সহসুধিক হস্ত অন্তরে হম্বোলড়ট সাহেব ১u০ হস্ত উচ্চ কতকগুলি তরু দেখিয়াছিলেন, রশ্ম্যভাবে তাহার পত্র-সকল শুক্লবৰ্ণ হইয়াছিল, এব° অবয়বের ও অন্যথা হইয়াছিল, কিন্তু তাহার উদ্ভেদিকা শক্তির বিশেষ হানি হয় নাই । জল-মধ্যে লতাদি জন্মিতে সকলেই দেখিয়াছেন, পরন্তু ইহা অতি আশ্চৰ্য্য যে কোন ২ ঐ জলজলতা ভূমিজ আতি বৃহৎ বৃক্ষণপেক্ষায়ও দীর্ঘ। আৎলান্তিক মহাসমুদ্রের মধ্যভাগে এক প্রকার শৈবাল শতাধিক ক্রোশ স্থান ব্যাপিয়া আছে ; দূরহইতে তাহা জল প্লাবিত ক্ষেত্রের ন্যায় বোধ হয় ; অনেক জলজলতা ১৫০ হস্ত জলের নিয়ে যুচারুরূপে জন্মিতেছে। কেবল উষ্ণতায় বৃক্ষ জন্মিলার হানি হয় না। ভারতবর্ষে আগষ্টসলণ্ড-দ্বীপে তথা অন্যত্রে অনেক উষ্ণ- সীতাকুণ্ড) আছে, যাহার জল এমত উষ্ণ যে তাহা স্লশ করিলেই হস্ত দগ্ধ হইয়া যায়, এব°N তাহাতে তণ্ডুল নিক্ষেপ করলে শীঘু অন্ন প্রস্তুত হয় ; অথচ তন্মধ্যে নানাবিধ লতা জন্মিতেছে । গন্ধকের গন্ধেও তরুর বিশেষ হানি হয় না। অনেক আগ্নেয়পৰ্ব্বতের গন্ধকপূর্ণগর্ভে কএক প্রকার তরু অনায়াসে জন্মিতে দেখা গিয়াছে । ফলতঃ প্রয়োজনানুরূপ জল পাইলে উদ্ভিজ্জ বস্তু সকল স্থানে জন্মিতে পারে ; কেবল