পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や প্রাকৃত-ভূগোল । অ^শ স্থল, অবশিষ্ট জল । উত্তর-সম-মণ্ডলের সমস্ত-স্থানের সহস্রাণশের ৫৫৯ অণশ স্থল, অবশিষ্ট জল । সুমেরু-হিম-মণ্ডলের ये थे 8०० অ^শ স্থল, অবশিষ্ট জল। নিরক্ষবৃত্তের দক্ষিণে দক্ষিণায়নান্তবৃত্ত পৰ্য্যন্ত ঐ ঐ ৩১২ আ৭শ স্থল, অবশিষ্ট জল । দক্ষিণ-সম-মণ্ডলের ঐ ঐ ৫১৭ অণশ স্থল, অবশিষ্ট জল । কুমেরু-মণ্ডলের * @ o o o অ^শ স্থল, অবশিষ্ট জল । ফলতঃ পৃথিবীর উত্তরাদ্ধে ১৬ আ৭শ এব^ দক্ষিণাদ্ধে ৫ অ৭শ ভূমি। পৃথিবীর একাঙ্গে এতাদৃশ অধিক ভূমি ও অপরাদ্ধে তাহার স্বল্পত দৃষ্টে ভূগোলবেত্তারা বহুকালাবধি কল্পনা করিতেন, দক্ষিণ-সমুদ্রের কোন স্থানে আশিয়াদি-ভূমিখণ্ডের ন্যায় এক বৃহৎ দ্বীপ আছে, কিন্তু কেহই তাহার অনুসন্ধান করিতে পারেন নাই । ত্রয়োদশ বর্ষ হইল উয়িলক্স নাম জনৈক মার্কিন নাবিক অন্ত্রেলিয়া-দ্বীপের দক্ষিণে পৃথিবীর প্রান্তভাগে এক বিস্তীর্ণ ভূমিখণ্ড দৃষ্টি করিয়াছিলেন। অধুনা তাহাই ঐ কল্পিত দক্ষিণ-খণ্ডের প্রতিনিধি হইয়া তন্নামে বিখ্যাত হইয়াছে ; কিন্তু যে সময়ে উয়িস্কস সাহেব তৎস্থানে উপনীত হইয়াছিলেন, তথকালে তাহ হিমশিলায় মণ্ডিত ছিল, তৎপ্রযুক্ত তাহার বিশেষ বিবরণ অদ্যাপি প্রচারিত হয় নাই । প্রস্তাবিত-ভূমিখণ্ড ত্রয়ের চতুৰ্দিগবৰ্ত্তি অনেক দ্বীপ