পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

प्टन्द्रि झम्लtछा । * & S) ঘটৗপরিমিত সুস্বাদু জল প্রাপ্ত হওয়া যায়। দক্ষিশামরিকায় অপর একপ্রকার বৃক্ষ আছে, তাহ দেথিতে বটবৃক্ষবৎ, তাহার পত্ৰসকল পশু চৰ্ম্মের ন্যায় স্থূল ; প্রস্থরোপরি তাহার জন্ম, এব^ তাহার নিকটে অন্য কোন বৃক্ষ দৃষ্টিগোচর হয় না। গ্রীষ্মকালে ক্ৰমাগত বহুমাসের অনাবৃষ্টিতে তাহার শাখা-সকল শুষ্ককাষ্ঠ-প্রায়ঃ বোধ হয়, অথচ তাহার কাণ্ডে ছিদ্র করিলে তদ্বারা প্রচুর পরিমাণে একপ্রকার দুগ্ধ নির্গত হয় ; তাহা পুষ্টিজনক ও সুস্বাদু, এবণ দেথিতে বটদুগ্ধের তুল্য। উক্ত-স্থানের কাফরিরা এই বৃক্ষকে “গাভীবৃক্ষ’ কহে, এবণ অনেকে প্রত্যহ প্রাতে পাত্র লইয়া ঐ দুগ্ধাহরণার্থে যাত্রা করিয়া থাকে । এই মণ্ডলে সম ও হিম মণ্ডলের বৃক্ষ লতাদিও দুষ্ণপুাপ্য নহে; তত্ৰত্য উচ্চপৰ্ব্বতে তত্ত্বাবৎ অনায়াসে প্রাপ্ত হওয়; যায়। সৰ্ব্বাপেক্ষায় দীর্ঘ—সৰ্ব্বাপেক্ষায় স্থূল—সৰ্ব্বাপেক্ষায় সুন্দর— সৰ্ব্বোৎকৃষ্ট গুণবিশিষ্ট—উদ্ভিজ্জ বস্তু যাদৃশ প্রাচুর্য্যে এই মণ্ডলে জন্মিয়া থাকে, তাদৃশ আর কুত্ৰাপি দৃষ্টিগোচর হয় না । س“ مست ، یے” ” উদ্ভিজ্জ-বিদ্যা-বিশারদ মহাশয়েরা অনুমান করেন, পৃথিবীতে দুই লক্ষ জাতীয় বৃক্ষ আছে , তন্মধ্যে র্তাহারা প্রায়ঃ এক লক্ষ জাতীয় বৃক্ষের বর্ণন করিয়াছেন। ঐ লক্ষ তরু ৮৯৩৫ শ্রেণীতে বিভক্ত, এব° তাহার প্রায়ঃ অদ্ধাংশ গ্রীষ্মমণ্ডলে স্থিত। পুনঃ ২ উক্ত হইয়াছে, দেশভেদে বৃক্ষাদির প্রভেদ হয় ; কিন্তু ইহা স্মরণ রাখা কৰ্ত্তব্য যে ঐ দেশ-শব্দে