পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ऐष्ट्रेिष्ठल्लो छाप्ने । § 3 & ক্ষুন্সি-দেশের দক্ষিণপৰ্য্যন্ত সৰ্ব্বত্র তাহাই মনুষের জীবনাবলম্বন। উক্ত স্থানের দক্ষিণে গোধূমের অপ্রাপ্তি হয় না, পরন্তু ফুন্সি-দেশের দক্ষিণভাগহইতে অয়নান্তবৃত্ত-পর্যন্তস্থানে গোধূম মনুষ্যের একমাত্র খাদ্য নহে; যব, ভুট্টা, যই (ওট) এল°N ধান্যও তথায় নৃবগের খাদ্যমধ্যে প্রধানরূপে গণ্য । এই সীমার দক্ষিণে দক্ষিণায়নান্ত-বৃত্ত-পর্য্যন্ত সমস্ত স্থান ধান্যের আলয় ; তথায় অন্যান্যপ্রকার শস্য হইয়া থাকে ; পরন্তু ধান্যই তথাকার প্রধান খাদ্য ; সকলেই তদবলম্বনে দেহধারণ করে । চক্ষু, কাওয়া, নারিকেল, খজুর, আমুদি দ্রব্যও এই মণ্ডলের পদার্থ ; এতদ্ভিন্ন অন্যত্র তাহা উত্তমরূপে জন্মে না। এলা, লবঙ্গ, দারুচনি, জায়ফল, মরিচ, কপূরাদি সুগন্ধ-দুৰ্য ও মশালাসকল আসিয়াথণ্ডের দক্ষিণ-ভাগে নিরক্ষ-বৃত্তের নিকটে বিশেষতঃ ভারত-সমুদ্রের উত্তরাঞ্চলস্থ-দ্বীপব্যুহে জন্মিয় থাকে ; তদন্যত্র কুত্ৰাপি উৎপন্ন হয় না। দক্ষিণামরিকায় এব^ তন্নিকটস্থ কোন ২ দ্বীপে কোকোয়া-নামক এক প্রকার শুস্ক ফল জন্মে, তাহাও অনেকের জীবনাবলম্বন বটে ; পরন্তু তাহ ধান্যগোপূমাদির সহিত তুলনার সোণ নহে। জীবনাবলম্বনের মধ্যে ধান্যই প্রধান, তদনন্তর গোধূম, তদনন্তর যব, তৎপশ্চাৎ ভূট্টা, তৎপশ্চাৎ রাই, তৎপশচাৎ কোকোয়া এব°N তদনন্তর সাপ্ত | হিমালয়ের দক্ষিণপাশ্বহইতে চীন-দেশের শেষসীমাপর্য্যন্ত সৰ্ব্বত্র চা-পত্রের দেশ, তৎসীমার বহির্ভাগে চা জন্মে না । বৃক্ষদিগের জন্মস্থান-বিষয়ে যাহা কিছু উক্ত হইল