পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উfদ চন্দ্রবে:দ । * * > স্থিরসমুদ্রের দ্বীপসকলের মধ্যে যে গুলিন আসিয়া-খণ্ডের নিকটস্থ তাহাতে আসিয়াদেশ প্রসিদ্ধ বৃক্ষই দৃষ্ট হয়, এব° যে গুলিন অমরিকার নিকটস্থ তাহাতে প্রাধান্যতঃ অমরিকার বৃক্ষই জন্মিয় থাকে। যে সকল দ্বীপ দুই মহাভূমিখণ্ডের মধ্যভাগে স্থিত, তাহার বৃক্ষলতাদি উভয়খণ্ডের তুল্য। এই প্রযুক্ত মাল্ট। এৰণ সিসিলীদ্বীপে ইউরোপ এব°N অফরিকা এই উভয় স্থানের বৃক্ষ প্রচরিত আছে। সমুদ্র-তটস্থ-বৃক্ষের এই সাম্যত্ব-দৃষ্টে স্লষ্টই প্রতীত হয়, যে সমুদ্রস্রোতে এক-তটের বৃক্ষবীজ অপর-তটে নীত হইয়া ঐ সাম্যত্ব ঘটায়। তভিন্ন বায়ুসহকারেও অনেক বীজ একদেশহইতে অন্যদেশে নীত হয়। তাপর মনুষ্য-পশু-পক্ষিদ্বারাও একদেশের বীজ অন্যত্রে চালিত হইয়া থাকে। কাকের উদরে অশ্বথ-বৃক্ষের বীজ কি প্রকারে চালিত হয় তাহণ অনেকেই জ্ঞাত অাছেন । নুতন-সমৃত দ্বীপে প্রথমতঃ শৈবাল জন্মে ; তদনন্তর সমুদ্রস্লোতে সমাগত বীজ অঙ্কুরিত হইয়া বৃক্ষণদি সম্ভবে ; পরে এইরূপে ক্রমশঃ অন্যান্য বৃক্ষের উৎপত্তি হয়। অপিতু প্রায়ঃ অনেক দ্বীপে তাহার স্বতঃসিদ্ধ একু বা ততোধিক বৃক্ষ দুষ্ট হইয়া থাকে ; ইহাতে বোধ হয় প্রত্যেক স্থানের এক বা ততোধিক বিশেষ তরু নির্দিষ্ট থাকিবেক, পরন্তু অধুনা তাহার অধিক আলোচনায় মূহ নাই ।