পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবভেদ । S S) S) অবস্থা ঘটিয়া থাকে। শীতের বৃদ্ধ্যনুসারে সপাদি-বগীয় জীবের সংখ্যা অল্প হয়, এব^ বিষের ও বীৰ্য্যের হ্রাস হয়। হিমমণ্ডলে সপাদির সঙথ্য অত্যন্ত্র এব^ কেহই ভয়ঙ্কর বিষপর নহে । উড়ডীনশীল পক্ষীরা অনায়াসে এক স্থানহইতে অন্যত্র যাইতে পারে, তদ্‌ষ্টে অনেকের বোধ হইতে পারে যে বিহঙ্গম-বর্গ সৰ্ব্বত্র-ব্যাপি ; তথা শকুন্যাদি অনেক পক্ষিও পৃথিবীর প্রায়ঃ সৰ্ব্বত্র দৃষ্ট হইয়া থাকে ; পরন্তু ইহা পক্ষিদিগের সাধারণ নিয়ম নহে ; অপরাপর জীবদিগের ন্যায় তাহাদিগেরও জাতিভেদে বিশেষ ২ দেশ নিদিষ্ট আছে। কণ্ডোর-নামক বৃহৎ বাজ যাহা অনায়াসে দুই ক্রোশ উৰ্দ্ধে উড়িতে পারে তাহা কদাপি আপন নিৰ্দ্দিষ্ট কডিলেরণপৰ্ব্বতহষ্টতে দূরে গমন করে না । কাকাতুয়া, নুরি, বাঙনু প্রভৃতি শুকজাতীয় পক্ষীর জন্মস্থান ভারত-সামুদ্রিক-দ্বীপবৃহ, তদ্বহিদেশে কুত্রাপি তাহারা দুষ্টব্য নহে । দক্ষিণামরিকার অনেক স্তক আছে ; কিন্তু তাহারা এতদেশীয় স্তক-জাতিহইতে পৃথক। স্ততরমুর্গ-পক্ষীর বাসস্থান আরব এব^ ড্রাফরিকা: কাসয়ারি-পক্ষীর আবাস নুতনহলণ্ড, হোমা-পক্ষীর নিবাস জাৰ, সুমাত্রা, বোর্ণিও প্রভৃতি দ্বীপ ইহার কেহই ঐ নিদিষ্ট স্থানের অন্যত্র অবস্থান করে না । অনেক পক্ষী ঋতুভেদে একস্থান পরিত্যাগ করত অন্যত্র গমন করে । প্রতিবৎসর বর্ষাকালে হাড়গিলপক্ষী কলিকাতা পরিত্যাগ করিয়া পৰ্ব্বতাভিমূথে যায়, পরে বর্ষার নিবৃত্তি হইলে প্রত্যাগমন করে, ইহ।