পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনুষ্যভেদ । Y 8 à অষ্টাদশ-প্রকরণ । দেশ-ভেদে মনুষ্য-ভেদ। 鯊業鯊業鯊上 جمیے { ೫ಣ್ಣ বর্ব-প্রকরণে প্রদর্শিত হইয়াছে যে প্রত্যেক 类 ঠু জীবের আবাস-নিমিত্ৰ পৃথিবীর বিশেষ ২ 靈 C、 $ इन নিদিষ্ট আছে। কোন জীব পৰ্ব্বতে " বাস করে, কেহ সমভূমিতে অবস্থান করে, কেহ বা উপত্যক মধ্যে থাকিলেই নিৰ্ব্বিঘ্নে দেহযাত্রা নিৰ্ব্বাহ করিতে পারে। কেহ কেহ উষ্ণ-স্থান-প্রিয়, কেহ সম-স্থান প্রিয়, কেহ বা শীতপ্রধান-স্থানে বাস করিতে ইচ্ছুক। ইহাও সপ্রমাণীকৃত হইয়াছে যে দ্বীপ, উপত্যক, অধিত্যকাদি ভেদেও জীবের প্রভেদ হয়। কেবল মনুষ্য এই নিয়মের অধীন নহে ; সে পৃথিবীর সৰ্ব্বত্র বাস করিতে সক্ষম ; হিমমণ্ডলের অসহ্য শীত বা নিরক্ষবৃত্তের নিকটস্থ দুঃসহ্য গ্রীষ্ম, কিছুতেই তাহাকে ভীত করিতে পারে না। হিমমণ্ডলের স্থানে ২ এমত শীত যে তথায় বর্ষের নয় মাস ক্রমাগত জল জমিয়া থাকে, অমৃত্তাপে ন গলাইলে পানোপযুক্ত দুব জল পাওয়া ভার ; অথচ তথায় স্বচ্ছন্দে মনুষ্য বাস করিতেছে। অপর সাহারা-মরুভূমিতে এমত গ্রীষ্ম যে মনুষ্য মরিলে রৌদ্রোক্তাপে তৎক্ষণাৎ শুস্থ হইয়া যায়, পচিবার অবকাশ প্রাপ্ত হয় না ; কিন্তু সে স্থানও নির্জন নহে। এই প্রকারে সৰ্ব্বত্র বাসে সক্ষম বলিয়াই মনুষ্যের মাহাত্ম্য অনেক বদ্ধিত হইয়াছে ; পরন্তু পৃথিবীর সর্ব্বত্র মনুষ্য অাপন কায়িক ও মানসিক ধৰ্ম্ম সমভাবে রক্ষা করিতে