পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bア প্রাকৃতভূগোল । শব্দে কহে ; কিন্তু শাস্ত্রোক্ত তদ্বিবরণের সত্য-মিথ্যা-বিষয়ে আমরা বাক্যব্যয় করিতে অধুনা স্নহ রাথি না । ভূ-তত্ত্ব-বিদ্যায় পারদর্শি মহাশয়ের নিরূপণ করি, য়াছেন, পলাণ্ডু-ত্বকের ন্যায় কতকগুলি পার্থিব-পদার্থের স্তুরদ্বারা পৃথিবীর উপরিভাগ আবৃত আছে । ঐ স্তরগুলি ক্রমশঃ ২ স^স্থাপিত হইয়াছে ; ও মধ্যে ২ এক ২ বার প্রলয় হইয়াছিল । এক এক স্তর স^স্থাপিত হইতে কত সহসু বৎসর কাল গত হইয়াছিল তাহা নিরূপণ করা কঠিন ; অপর ঐ স্তর-সকলের সীমা ও পরিমাণ নিরূপণ করাও দুষ্কর। যে সকল স্তরের পরীক্ষা করা গিয়াছে তদৃষ্টে বোপ হয় গ্রানিটু নামক এক প্রকার দানাবিশিষ্ট প্রস্থর সৰ্ব্বাদেী প্রস্তুত হয়, এবপN ঐ প্রস্তর পৃথিবীর অন্তর্ভাগে আছে। কোন ২ ভূতত্ত্ববিৎ অনুমান করেন, এই দ্বীপসন্ধুলা পৃথিবী উক্ত প্রস্তুর-নিৰ্ম্মিত অগুস্বরূপ : কালক্রমে তদুপরি অন্য পদার্থ চারি জাতীয স্তরে স্থাপিত হইয়াছে। ঐ স্তরজাতি-চতুষ্টয়ের সৰ্ব্বাদে স্থাপিত স্তর কয়লাবিশিষ্ট ; অতএব তাহাকে “ অাঙ্গার্য্য স্তর ” বা “প্রথম স্তর ” শব্দে কহি। তদনন্তর যে স্তুর তাহা চূণময়,অথবা তাহার অধিকাংশ চূণ; তাহার নাম “ চূর্ণস্তুর ” বা “ দ্বিতীয় স্তর’। তখপরে “ তৃতীয় স্তর”; তাহার প্রধান অঙ্গ বালুকা। তদুপরি মৃত্তিক বা মৃৎপ্রস্তর। এই স্তর চতুষ্টয়াতিরিক্ত অগ্নি-দন্ধ-প্রস্তরের পিণ্ডও অনেক স্থানে আছে ; তাহাকে আগ্নেয় প্রস্তুর শব্দে কহি । স্থানভেদে, ও যে ২ পদার্থে পূর্বোক্ত স্তর-সকল প্রস্তুত হয় তাহার পরিমাণভেদে, কোন ২ স্থানে এক শ্রেণিগত প্রস্তরের