পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8 br দেশ-ভেদেমনুষ্য ভেদ । সভ্যতা, সুখভোগিতা ও চতুরতা বিষয়েও ইহারা সৰ্ব্বপ্রধান। এই বর্ণীয় প্রায়ঃ পুত্যেক শাখার বাহুবলে পৃথিবীর অন্য সকল বর্ণ পরাস্ত আছে । জ্ঞানশাস্ত্র, শিল্পবিদ্যা, জ্যোতিবিদ্যা, উত্তম ধৰ্ম্ম, সুচারু কবিতাদি যে কিছু মনুষ্যমধ্যে উত্তম পদার্থ আছে তৎ সমুদায়ের আকর এই বর্ণ, সুতরা^ মনুষ্যমধ্যে সৰ্ব্বোৎকৃষ্ট শ্রেগুতা ও সভ্যত ইহাদিগেরই বিশেষ লক্ষণ, ইহা স্বীকার করিতে হইবে । ২ । মেীগল * । এই বর্ণের অবয়বের বিশেষ লক্ষণ যথা ; শরীর থৰ্ব্ব, কপোল উচ্চ, ললাট পশ্চাভাগে নত, চক্ষুঃ অপ্রশস্ত, নাসিক স্থূল ও প্রশস্ত, ওষ্ঠাধর স্থূল, কেশ কৃষ্ণ, এব^ কায়িক বর্ণ পিঙ্গল । বুদ্ধি ও নীতিজ্ঞানে ইহারা পূৰ্ব্বোক্ত বর্ণহইতে নিকৃষ্ট; এবণ বিদ্যা-বিষয়েও ইহাদের তাদৃশ উন্নতি নাই ; ইহার চিরকাল ক্লাকৃশ্যস জাতি অপেক্ষায় সভ্যতাবিষয়ে নিকৃষ্ট আছে। রণ-পাণ্ডিত্য ইহার কএক বার প্রকাশিত করিয়াছিল, এবণ আতিলা, জঙুঘিস র্যা, ও তিমুরশাহ প্রভৃতি রাজাদিগের কর্তৃত্ব-সময়ে তিন বার ইউরোপের কতক অeNশ ও আশিয়ার অধিকাPNশ জয় করিয়াছিল ; কিন্তু পরাজিত দেশসকল আপন অধীনে রাথিবীর শক্তি ও বৃদ্ধি ইহাদিগের বিশিষ্টরূপ হয় নাই।

  • চান ও জাপান দেশীয় ব্যক্তি-সকল, কালমুক বর্ণ, মোগল বর্ণ, প্রাচীন হন বর্ণ, লাপলীয় বর্ণ, কামস্কাটক বর্ণ, উত্তর অমরিকার এস্কৃষ্টম বর্ণ এবং অন্য কতিপয় অপ্রসিদ্ধ বর্ণ-সকল মোগল বর্ণের অন্তঃপাতি ।