পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ९ প্রাকৃত-ভূগোল । হইয়াছে; পরন্তু সে সকৃৎ বা বার^বার চেষ্টায় সম্নন হউক, ইহা অবশ্য স্বীকার করিতে হইবে, যে শক্তি অষ্টাদশ শত ক্রোশ দীর্ঘ ও শত ক্রোশ প্রস্থ হিমালয়পৰ্ব্বতকে চারি ক্রোশ উৰ্দ্ধে নিক্ষিপ্ত করিয়াছে তাহার চিন্তন করিতে হইলে মন এক-কালে অবসন্ন হষ্টয়া পড়ে। —সপ্রমাণ হইয়াছে আসিয়া-খণ্ডের গোবি নামক বিস্তীর্ণ মরুভূমি ও আফরিক খণ্ডের সাহারণ মরুভূমি কোন সময়ে সমুদ্রের গর্ভ-স্থান ছিল ; নব্য-কালে পৃথিবীর আন্তরিকশক্তিদ্বারা উৎক্ষিপ্ত হইয়া জল-শূন্য হইয়াছে। পৰ্ব্বত-শ্রেণির এক পাশ্ব দুর্গম ও প্রায় ঋজুভাবে উচ্চ, ও অপর পাশ্ব ক্রমশঃ ঢালু হইয়া থাকে। হিমালয়ের দক্ষিণভাগ প্রায়ঃ ঋজুভাবে উচ্চ, সুতরাণ অত্যন্ত দুৰ্গম, ও উত্তর ভাগ ক্রমশঃ নিমু, তথা সুগম। ভারতবর্ষের ঘাট পৰ্ব্বত, সোলেঃমান-পৰ্ব্বত,বিন্ধ্য-পৰ্ব্বত,সহ্যাদি-পৰ্ব্বত,আরাবলী-পৰ্ব্বত, ইউরোপ খণ্ডের আল্পস ও পিরিনিস পৰ্ব্বত, ও দক্ষিণ অমরিকার অাণ্ডিস পৰ্ব্বতও ঐ প্রকার ; তাহাদের যে পার্শ্ব সমুদ্রাভিমুখ সেই পাশ্ব অতি দুর্গম ও প্রায় ঋজুভাবে উচ্চ ও যে পার্শ্ব স্থলাভিমুখ তাহী ক্রমশঃ নিমু। পূৰ্ব্বেই উক্ত হইয়াছে দ্বীপ-সকলের মূল পৰ্ব্বত, সুতরা^ ঐ পৰ্ব্বতের দীর্ঘতানুসারে দ্বীপের দৈর্ঘ্য-নিরূপণ হয়। প্রায়োদ্বীপ-সম্বন্ধেও এই নিময় প্রচার অাছে। কামস্কাটকা প্রায়োদ্বীপ উত্তর-দক্ষিণে দীর্ঘ, তন্মধ্যস্থ পৰ্ব্বতশ্রেণীও তদনুরূপ। মেক্লিকে প্রায়োদ্বীপও উত্তর-দক্ষিণে দীর্ঘ, ও তত্ৰত্য পৰ্ব্বতও তদনুসারে প্রশস্ত। অপর এই নিয়ম পৃথিবীর বৃহৎ ২ খণ্ডেও অপ্রচরিত নহে । দক্ষিণ অামরিকা ও