পাতা:প্রাকৃত ভূগোল.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> b প্রাকৃত-ভূগোল । পতন করিতেছে ; সমুদ্র-গভকে পৰ্ব্বতাকারে পরিণত করিতেছে, পৰ্ব্বতকে সমুদ্রসাৎ করিতেছে ; ফলতঃ বায়ুর বেগে যে প্রকারে জলকে উৰ্ম্মিবিশিষ্ট করে, প্রস্তাবিত শক্তি এই বিশ্বধারিণী পৃথিবীর পৃষ্ঠ-দেশকে তদ্রুপ তরঙ্গায়িত করিয়া রাথিয়াছে। এ কথায় জনগণের আশু বিশ্বাস হওয়াই দুষ্কর। অনেকে কহিতে পারেন, “কি ? যে পৃথিবী সৰ্ব্ব-পদার্থের আপার ; যাহার অবলম্বনে অতলল্পর্শ সমুদ্র ও দৃঢ়ত্বের উপমাস্বরূপ পৰ্ব্বত-সকল স্ব ২ স্থানে বিরাজমান আছে, তাহার পৃষ্ঠ জল-তরঙ্গের ন্যায় অস্থির? একথা ভদ্রের অগ্রাহ্য ”। পরন্তু তাহাদিগকে নিরস্ত করা দুষ্কর নহে। ভূমিকম্লের ও আগ্নেয় পৰ্ব্বতের বৃত্তান্ত র্তাহাদিগের কর্ণগোচর করাইলেই অনেক ভুম দূরহক্টতে পারে । ভূতত্ত্বানুসন্ধায়িরা অনুমান করেন পৃথিবী কোন সময়ে অগ্নি-প্রজ্বলিত-পিণ্ডবৎ ছিল ; ক্রমশঃ তাহার পৃষ্ঠদেশ শীতল হইয়া জীব-জন্তুর বাসোপযুক্ত হইয়াছে, কিন্তু তাহার অন্তর্ভাগ অদ্যাপি শীতল হয় নাই ; অনু্যতাপে এপর্য্যন্ত দুব-ভাবাপন্ন আছে। সেই দুব-পদার্থে বা তন্নিকটস্থ উত্তপ্ত প্রস্তর বা মৃত্তিকায় কোন ক্রমে জলের ল্পর্শ হইলেক্ট বাল্প জন্মে ; ও সেই বাল্পের উদঘাটন-শক্তিতে ভূমিকম্ন ও তদানুসঙ্গিক উপদুব ঘটিয়া থাকে। রসায়ন বিদ্যায় পারদশি কোন ২ পণ্ডিত কহিয়া থাকেন চূৰ্ণবীজ, ক্ষারবীজ, মৃদবীজ, ক ইত্যাদি কতকগুলিন ধাতু

  • এই ধাতুদিগের ইংরাজি নাম কালসীয়ম, পোটেসীয়ম্, সিলিসীয়ম।