পাতা:প্রাকৃত ভূগোল.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3. o প্রাকৃত-ভূগোল । গভীর হইয়াছে। অপর তদ্বারা ভূজনাম-নগর ও তাহার চতুৰ্দিগৱৰ্ত্তি ভূমি নিমগ্ন হইয়া রত্ন-নামক হ্রদে পরিণত হয়, ও একাদশে ৫০ ক্রোশ স্থান অতি উচ্চ হষ্টয়া উঠিয়াছিল। ঐ উৎক্ষিপ্ত উচ্চস্থানে অনেকে উক্ত আপদহক্টতে প্রাণ রক্ষণ পাইয়াছিল, একারণ তাহা “আল্লাবন্দ ” অর্থাৎ ঈশ্বরের বাধ নামে বিখ্যাত করিয়াছে । ১৮১২ স^বৎসরে অগ্রহায়ণ মাসের ২৪ সে লিসবন নগরের ভূমিহইতে বজুবৎ এক বিষম শব্দ নিঃসৃত হয়, ও তদব্যবহিত পরে এতাদৃশ ভয়ঙ্কর ভূমিকম্ন হয়, যে তাহাতে তৎক্ষণাৎ উক্ত নগরকে একেবারে উৎসন্ন করিলেক, এব^ ছয়-মিনিট-কাল-মধ্যে তত্ৰত সন্টি-সহসু লোক বিনষ্ট হইল। ঐ ভূমিকম্ন প্রতি মিনিটে বিপাশতি জ্যোতিষি ক্রোশ স্থান ধাবমান হইয়া অত্যন্ত্র-কালের-মধ্যে সমস্ত ইউরোপ-খণ্ডে ও আফরিকার কিয়দ০\শে ব্যাপ্ত হইয়াছিল। তদ্বারা সমুদ্র স্ফীত হইয়া নিয়মিত জল সীমাহইতে স্থানে স্থানে ২০৩০ বা ৪০ হস্ত উদ্বে উথিত হওত নিকটবৰ্ত্তি ভূভাগের অত্যন্ত অনিষ্ট ঘটাইয়াছিল । স^বৎ ১৮৩৯ অব্দের মাঘ মাসে কালারিয়া নগরে যে ভূমিকম্ন হয় তাহ পূৰ্ব্বোক্ত ভূমিকম্লের ন্যায় বহুদূর-পৰ্য্যন্ত ব্যাপ্ত হয় নাই ; তাহার বেগ ৫০০ জ্যোতিসি চতুরসু ক্রোশের মধ্যে নিবদ্ধ ছিল; পরন্তু তত্ত্বল্য ভয়ঙ্কর ভূমিকম্লের বাৰ্ত্ত অদ্যাপি অন্যত্র কুত্ৰাপি শ্রুত হয় নাই । তদ্বারা এক-ক্ষণ-কালের মধ্যে দুই শত নগর ও গ্রাম এব° লক্ষাধিক মনুষ্য বিনষ্ট হইয়াছিল ; ও অনেক ক্ষেত্ৰাদি প্রশস্ত-ভূমি-খণ্ড-সকল স্থানান্তরিত