পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্নেয়-গিরি । २ ७ কমনের প্রবলতানুসারে ধ্বনির বৃদ্ধি হয় না। ভূমিকম্নের সময়ে প্রায় সমকালে প্রস্তাবিত ধ্বনি বহু-দূর-পৰ্য্যন্ত শ্রুত হইয়া থাকে। ইহাতে বোধ হয় ঐ ধ্বনি পৃথিবীর মৃত্তিকাদ্বারা চালিত হয় ; অন্য ধ্বনি যে প্রকারে বায়ুদ্বারা বাহিত হয়, ইহা তদ্রুপ নহে; কারণ স্থির বায়ুতে শব্দ ২॥ বিপল কালে ৭৫৩ হস্ত পরিমিত স্থান গমন করে, এব^ কাষ্ঠে ও শুষ্ক মৃত্তিকায় ঐ শব্দ তাহাহইতে দশগুণ শীঘু অনুসৃত হয় ; সুতরাণ মৃত্তিকামধ্যে কোন স্থানে শব্দ হইলে বায়ুদ্বারা বাহিত হইয় তাহ কোন দূর প্রদেশে পৌছিবার অনেক পূৰ্ব্বে মৃত্তিকাদ্বারা তথায় নীতহইয়া থাকে । পঞ্চম প্রীকরণ । আগ্নেয়-গিরি । কুত : তুর্থ প্রকরণে উক্ত হইয়াছে, ভূমিকম্নন-সময়ে 区 * পৃথিবীর কোন ২ স্থান ফুট হইয়া যায়। ইঞ্জি যে সকল স্থান উদ্বে উৎক্ষিপ্ত হইয়া পরে ফুট হয়, ও তদ্বারা উষ্ণ জল, কদম, ধুম, ভষ্ম, অগ্নিশিথা, বা দ্রবীভূতপ্রস্তুরাদি নির্গত হয়, তাহাকে লোকে আগ্নেয়-গিরি কহে। অতু্যচ্চ অনেক শিখরাগ্রদ্বারাও উক্ত পদার্থ-সকল উন্নীরিত হইয়া থাকে ; সুতরা^ সেই শিথর-সকলও অাগ্নেয়-গিরি পদের বাচ্য হইয়াছে । “ ১৫৩৮ খ্ৰীষ্টাব্দে ইটালির অন্তঃপাতি নেপলস নগরের নিকটে এইরূপে এক অভিনব আগ্নেয়-গিরি উৎপন্ন