পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্নেয়-গিরি । 及@ যে সৰ্ব্বদা প্রজ্বলিত থাকে এমত নহে। কোন ২ গকুর সৰ্ব্বদা প্রজ্বলিত অাছে, কেহ বা শত ২ বৎসর নিৰ্ব্বাণ থাকিয় এক ২ বার প্রজ্বলিত হওত ভয়ানক উপদ্রব উপস্থিত করে। সেই অমূ্যৎপাতের পূৰ্ব্বাপর ধারার বিশেষ এই ; প্রথম, ভূমিকম্ন ; দ্বিতীয়, পৃথিবী গর্ভে বিকট ধ্বনি ; তৃতীয়, গিরি-গহ্বরহইতে বাল্পের উত্থিতি ; চতুর্থ, ভস্ম, উষ্ণ জল, অগ্নি-শিখা ও দগ্ধ প্রস্তরাদির উৎক্ষেপণ | এই উৎক্ষেপণের আনুসঙ্গিক ধ্বনি হইয়াথাকে। পঞ্চম, অমৃত্তাপে দূৰীভূত ধাতু ও প্রস্তুরদ্বারা গিরি-গহ্বর পরিপূর্ণ হওন ; ষষ্ঠ, উক্ত গলিত ধাতু ও দুবীভূত প্রস্তরের সু্যেতে বহন । এই অব্যুৎপাত কৗদৃশ “ ভয়ঙ্কর ব্যাপার তাহা না দেখিলে অনুভব করা যায় না। প্রভূত rপূম ও ভস্মরাশি নিঃসৃত হইয়া আকাশমণ্ডল ঘোরতর আচ্ছন্ন ও তিমিরাবৃত করে ; প্রকাণ্ড প্রকাণ্ড অগ্নিময় প্রস্তরখণ্ড প্রচণ্ড বেগে যুগপৎ উৎক্ষিপ্ত হইয়া ২।৩ সহসু হস্ত উদ্বে উথিত হয় ; ১০/১৫ ক্রোশ দীর্ঘ দ্রবময় ধাতুপ্রবাহ প্রবাহিত হইয়া চতুঃপাশ্ববৰ্ত্তি গ্রাম, নগর, 'বন, উপবন, ও শস্যক্ষেত্র-সকল, মনুষ্য, পশু, পতঙ্গ , প্রভৃতি সমুদায় জীব-সম্বলিত একেবারে প্রোথিত করিয়া ফেলে; এব^ বজুতুল্য ঘোরতর গভীরনাদ শত শত ক্রোশহইতে মুহমুহঃ শ্ৰুত হইতে থাকে। এক ব্যক্তি *** ৰিমুৰিয়স পৰ্ব্বতের অমৃৎপাত দেখিয়া আসিয়া এইরূপ বর্ণনা করিয়াছিলেন, যে “ একেবারে ৫,০০,০০০ পাচ লক্ষ হাউই ২/৩ সহসু হস্তু উর্ধে উঠিয়া রক্তবর্ণ গোল বৃহৎ বৃহৎ অগ্নিময় প্রস্তরের ন্যায় পতিত হইলে যেমন