পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্নেয়-গিরি । &> তথা পৰ্ব্বতের উচ্চতানুরূপে, দ্রবীভূত প্রস্তরের তরলতার প্রভেদ হইয়া থাকে, সুতরা^ তাহার সু্যেতের বেগও বিভিন্ন হয়। অত্যন্ত তরল প্রস্তর পাৰ্ব্বত্য নদীর ন্যায় বেগবান । পরন্তু তাহা কিঞ্চিৎ ঘনীভূত হইলে তাহার বেগ অত্যন্ত মৃদু হয়। বোরেলি সাহেব লিথিয়াছেন কোন সময়ে এটনা পৰ্ব্বতের দ্রবীভূত প্রস্তর ক্রমাগত নয় বৎসর কাল অগ্ৰগামি হইয়া ২ ক্রোশ স্থান ব্যাপিয়াছিল । এই দ্রবীভূত-প্রস্তুরপ্রবাহ প্রথমতঃ প্রজ্বলিত অগ্নিবৎ থাকে ; বায়ু-সঞ্জর্শে তাহার উপরিভাগ ত্বরায় শীতল হয় ; কিন্তু তাহার অন্তর্ভাগ বহু কাল উত্তপ্ত থাকে। জরুলো পৰ্ব্বতের অমৃৎপাতের ৫০ বৎসর পরে হোমবোলড়ট সাহেব দেথিয়াছিলেন, তাহার প্রস্তর-প্রবাহ উৎতপ্ত আছে, এব^ তাহাহইতে ধুম নিগত হইতেছে। যে সকল আগ্নেয় গিরি অতি থৰ্ব্ব, তত্ৰত গহ্বর সৰ্ব্বদা প্রজ্বলিত থাকে, এব° তাহার অমৃৎপাতও শৗস্তু ঘটিয়া থাকে ; অপর যে আগ্নেয় পৰ্ব্বত অতি উচ্চ তাহ। বহুকাল নিৰ্ব্বাণ থাকিয়। পরে এক ২ বার প্রজ্বলিত হয়। লিপারি দ্বীপে স্ত্রম্বোলী নামক ক্ষুদ্র আগ্নেয় গিরি সৰ্ব্বদাই প্রজ্বলিত অাছে ; ও অমরিকা-দেশের কোটোপাকসি-পৰ্ব্বত প্রায়ঃ শত বর্ষান্তে একবার প্রজ্বলিত হয়। পরন্তু শত বর্ষান্তরে উক্ত পৰ্ব্বতের উপদুবে মনুষ্যের যে প্রকার অনিষ্ট হয়, স্ত্রম্বোলী-পৰ্ব্বতের অমুgৎপাত প্রত্যহ ঘটিলেও তাহা সম্ভবে না। কোন ২ আগ্নেয় গিরি কিয়ৎকাল অমুদীরণ করত পরে নিৰ্ব্বাণ হইয়া যায়। তাদৃশ নির্বিপ্ন গিরি অনেক