পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমির হ্রাস বৃদ্ধি। NV দুর্গের মধ্যে এক স্থান থাত হইয়াছিল। তাহাতে ব্যক্ত হয় যে তথাকার ৬w০ হস্ত নিমু পৰ্য্যন্ত প্রথম স্তরে সামান্য মৃত্তিক আছে, তন্নিম্নে একম্ভর নীলাক্ত ঈষদ আঠাবিশিষ্ট মৃত্তিক , তাহা যত নিম্নস্থ হয় ততই ঘোর বর্ণের দৃষ্ট হয়, এব^ ২০ অবসি ৩৫ হস্ত নিমুহষ্টতে তাহার সহিত মিশ্রিত অনেক বোদ মাটি, • কাষ্ঠখণ্ড ও এক খণ্ড অস্থি নিৰ্গত হইয়াছিল। যে সকল কাষ্ঠ-খণ্ড নির্গত হয় তাহার অধিকা^শ রক্তবর্ণ, এব^ প্রসিদ্ধ উদ্ভিদ্বিদ্যাজ্ঞ শ্ৰীযুক্ত ওয়ালিকৃ সাহেৰ কহেন যে তাহ সুন্দরি-কাষ্ঠ। কলিকাতার পূৰ্ব্বাঞ্চলস্থ নুতন থাল ও ইটালীর খাল খনন সময়ে, তথা কপ পুস্থরিণ্যাদি খনন সময়েও, উক্ত প্রকার বোদ মাটি নির্গত হক্টয়াছে, ইহাতে স্লষ্ট বোধ হয় কলিকাতার ২০ হস্ত নিম্নে কলিকাতার দক্ষিণস্থ সুন্দরবনের ন্যায় এক বন ছিল ; নদীদ্বারা আনীত মৃত্তিক বা সমুদ্রোৎক্ষিপ্ত বালুক বা উভয় পদার্থদ্বারা আচ্ছাদিত হইয় তাহা বোদ মাটিরূপে পরিণত হইয়াছে। যে অস্থি-খণ্ড প্রাপ্ত হইয়াছিল তাহা উক্ত বনের কোন পস্তর হইবেক ; কিন্তু সেই পস্তর জাতি নিরূপিত হয় নাক্ট । অতঃপর ৭w০ হস্ত স্থূল এক স্তর চূণে-মাটি (চূর্ণবিশিষ্ট মৃত্তিকা), এব^ তাহার সহিত অনেক কঙ্কর ও স্থানে ২ দুই এক টা স্থলজ শস্তৃক + মিশ্রিত আছে। তৎপরে এক

  • এক প্রকার কৃষ্ণবর্ণমৃত্তিকা যাচাতে অগ্নি সংযোগ করলে প্রজন্মলিত চয়। ফলতঃ তাত এক প্রকার গলিত কাষ্ঠ । পৃষ্ণকরিণী খনন সময়ে প্রায়ঃ ক্ট ক1 প্রাপ্ত হওয়া যায ।

+ শস্তৃক छड़े প্রকার ত ইয়া থাকে : ১, স্থলজ, ২, জলজ। বৃক্ষাদিতে যে সকল গেড়ি দেখা যায় তাহাই স্থলজ ।