পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমির হ্রাস বৃদ্ধি। SO& কাতার ভূমি কোথায় ছিল পরীক্ষাদ্বারা সপ্রমাণ হইয়াছে, যে সমুদ্রের জলসীমাহষ্টতে কলিকাতা অধুনা ১২ হস্ত উচ্চ, অতএব ইহা অবশ্যই স্বীকার করিতে হইবে, যে যখন ঐ মাটি জমিতে আরব্ধ হয়, তখন কলিকাতা সমুদ্র গর্ভে ৩০৮ হস্ত জলের নিম্নে অবস্থিত ছিল; সুতরা^ তৎকালে তাহার চতুদিগবৰ্ত্তি সমভূমি সকলও তদবস্থায় থাকা সম্ভবে ; অথবা কলিকাতা ও তচ্চতুৰ্দিগবৰ্ত্তিস্থান ৩০৮ হস্ত বসিয়া গিয়াছে। অত্যন্ত নিম্ন স্থানে যে সকল অস্থি দৃষ্ট হইয়াছে, তাহ জলজ জীবের দেহজাত বোধ হয়, অতএব তাহ কলিকাতার সমুদ্র গর্ভমধ্যে থাকার এক প্রমাণস্বরূপ গ্রহণ করিতে হইবে। এবিষয়ে অপর এক প্রমাণ আছে। গঙ্গাসাগর-সমুখে যে স্থানে গঙ্গার জল শতধারা হইয়া সমুদ্রগামি হয় তথায় তাতলল্পর্শ সমুদ্রের শতাধিক ক্রোশ স্থানে ৬-৭ ধনুঃ-পরমাণের অধিক জল নাই ; সমুদ্রের গর্ভ ঐ স্থানে কি প্রকারে পূর্ণ হইতেছে, ইহা অনুসন্ধান করিতে হইলে অবশ্যই স্বীকার করিতে হয়, যে নদীদ্বারা অামাত মৃত্তিকা ভিন্ন অন্য কোন পদার্থে এই ঘটনা সম্ভবে না । এবম্ভকারে ঐ স্থান পূর্ণ হঠতে ২ ক্রমশঃ চর, দ্বীপ, ও অবশেষে বঙ্গদেশে স°\লয় হইয় তাহার এক আ৭শমধ্যে পরিগণিত হইবে। সুন্দরবন এই প্রকারে সমুত হইয়াছে, ইহাতে সন্দেহ কি ? তাহার কোন ২ স্থান নিম্ন বলিয়া অদ্যাপি শুষ্ক হয় নাই । তৎস্থানকে লোকে বাদ শব্দে কহে । কলিকাতা যে এক সময়ে বাদার এক অণ\শ ছিল, ইহার প্রমাণ লেখা বাহুল্য ; পরন্তু জিজ্ঞাস্য বৰ্ত্তমান কলি