পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমির হ্রাস বৃদ্ধি । ‹)ጫ নদীগর্ভ-পূরণ-সময়ে স্রোতের হ্রাস-বৃদ্ধ্যনুসারে নদীর উভয় তটেও কিঞ্চিৎ ২ মৃত্তিকা জমিয় থাকে, সুতরা^ তট ও গৰ্ভ উভয়েরই উচ্চতা বৃদ্ধি হইয়া কিছুই উচ্চ হয় নাই এষ্ট ভাব ব্যক্ত করে । পরন্তু সে ভুম মাত্র । পরীক্ষা করিয়া দেখিলে অনায়াসেক্ট প্রকাশ পায় যে নদীর গর্ভ ক্রমশঃ পূর্ণ হইয়া থাকে ; এব^ এই কারণ বশতঃ অনেক নদী জলহীন হইয়া “ কাণানদী” ও “ মরানদী ’’ নামে বিখ্যাত হয় । এই ঘটনা ক্রমশঃ অতি অল্পে ২ ঘটিয়া থাকে । গঙ্গা-প্রভূতি বৃহৎ নদীর গর্ভ ৫০ বৎসরে কি পর্য্যন্ত পূণ হইয়াছে তাহা নিরূপণ করাই কঠিন । শীত বসন্ত ও গ্রীষু কালের প্রথমাবস্থায় বৃষ্টির অভাব ও পৰ্ব্বতে বরফ জাময় থাকা প্রযুক্ত নদীকূলের হ্ৰাস হয় ; সুতরা^ তাহার বেগেরও হাস থাকে, এব^ ঐ ক্ষীণ সোতে জলস্থ মৃত্তিকা অনায়াসে অধঃপতিত হইয়। নদীগর্ভ পূৰ্ণ করে। কিন্তু বর্ষাকালে বৃষ্টি ও পৰ্ব্বতস্থ বরফ-গলন-দ্বারা প্রভূত জল ভয়ানক বেগে বাহিত হক্টতে থাকে, এব" শীতকালের অধঃপতিত মৃত্তিকা ধৌত করিয়া লইয়া যায় ; একারণ শীতকালের জমা মৃত্তিক বর্ষাকালে লুপ্ত হয় । পরন্তু সৰ্ব্বত্র সমস্ত জম মৃত্তিক ধৌত হয় না, কিঞ্চিৎ অবশিষ্ট থাকে ; ও কালক্রমে তদ্বারা নদী পরিপূর্ণ হইয় উঠে । ইটালি-প্রদেশে এই প্রকারে পো-নদীর গর্ভ এতাদৃশ উচ্চ হইয়াছে যে তন্নিকটস্থ ফেরেরণ-নগরের অট্টালিকা-সকলের ছাদ ঐ নদীর জলসীমা হইতে নিমু ৰোধ হয় ; ফলতঃ আডিজ এব^ পো-নদীর