পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ख् निी-८च्छा । 8 So উপত্যকাদ্বারা বহিয়া যায়, সুতরাণ উপত্যকার নিম্ন-স্থানে এক ২ নদী দৃষ্টা হইয় থাকে। অপর, পৰ্ব্বতের জলপতন-সময়ে পৰ্ব্বতের গাত্র ধৌত হক্টতে থাকে ; এব^ তদ্বারা পাৰ্ব্বত্য প্রস্থর বিকৃত হইয়া মুক্তিকারূপে পরিণত হয়। ঐ মৃত্তিকা বৃক্ষাদির অত্যন্ত পুষ্টিকর ; এবণ জলের সহিত তাহা উপত্যকায় পতিত হইয়া উপত্যকাকে বিশেষ ফলশালিনী করে । অপর উভয়-পাশ্বে পৰ্ব্বতের আবরণ থাকায় অত্যন্ত ঝড় বৃষ্ট্যাদি দৈৰ উৎপাতে উপত্যকবাসিদের অনিষ্ট করিতে পারে না ; এই হেতু ফলবত্তা ও নির্বিযুতা সম্বন্ধে উপত্যকা অপর সকল প্রকার ভূমি অপেক্ষায় প্রধান । ইহার প্রধান দৃষ্টান্ত স্থল কাশ্মীর । পৰ্ব্বতশ্রেণির উপরিভাগস্থ সমভূমির নাম “ অধিত্যক৷ ” । তাহা ফলবত্তা-বিষয়ে উপত্যকা অপেক্ষা অনেক নিকৃষ্ট । তাহাতে জলকষ্টেরও সম্ভাবনা অাছে। পরন্তু সুস্থতা-বিষয়ে আধিত্যকা অতি প্রসিদ্ধ ; এই প্রযুক্ত তত্ৰত্য মনুষ্যেরা যে প্রকার বলবান ও শৌর্য্যশালী হয়, উপত্যকা-নিবাসিদিগের মধ্যে তাদৃশ বল ও শৌর্য্যন্তণের সম্ভাবনা নাই । অধিত্যক মাত্রই পৰ্ব্বতের অগ্রভাগে স্থিত হওয়াতে মৃতরা সমুদ্রের জলসীমাহইতে অতি উচ্চ হইয়াছে। বৃহদৃহৎ আধিত্যকা-সকল অনেক-পৰ্ব্বতে বেষ্টিত থাকে । পৃথিবীমধ্যে সৰ্ব্বাপেক্ষায় বৃহদ আধিত্যকা আসিয়া খণ্ডের মধ্যস্থানে স্থিত ; তাহার এক পাশ্বে হিমালয় ও অপর পাশ্বে আলতাই পৰ্ব্বত। তিব্বত-দেশ পৰ্ব্বতশিখরে স্থিত,