পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q 8 প্রাকৃত-ভূগোল । নাই। ঐ সোতঃ কেন্দ্র-নিকটে এতাদৃশ বলবৎ যে বায় সহকার হইলেও তদ্বিরুদ্ধে জাহাজ যাইতে পারে না । পারি সাহেব ঐ সোতের বাধাপ্রযুক্তই সুমেরুকেন্দ্রে গমন করিতে অক্ষম হইয়াছিলেন। উক্ত কৈন্দ্র সু্যেতঃ ২৫/৩০ অণশের নিকট আসিয়া পশ্চিমাভিমুখ হয় ; কিন্তু মধ্যে ২ দ্বীপাদির বাধা-থাকা-প্রযুক্ত তাহার গতি ঋজুভাবে হয় না, স্থান-ভেদে অনেক অন্যথা হইয়া থাকে। বায়ব্য স্রোতঃহক্টতে এই সু্যেতঃ বিশেষ বেগবান । ইহা প্রত্যহ ৪০/৫০ ক্রোশ স্থান ভুমণ করিয়া থাকে, এবণ ইহার কৌশলে কোন স্থানে উষ্ণ জলের পাশ্বে অতি শীতল জল অভ্যাসিতেছে ; কোথাও বা অতি শীতল জল মধ্যে অতি উষ্ণ জলের সু্যেতঃ দৃষ্ট হইতেছে ; কোন স্থানে দুই প্রকার উষ্ণ জল উন্মুখোম্মুখ হইয় বিপরীতদিগে গমন করিতেছে ; কোথাও বা দিপক্ষাভিমুখ সোতঃ পরল্পর আহত হইয়া ভয়ানক কলঙ্কর বা আবৰ্ত্ত (দন্থ) উৎপন্ন করিতেছে ; কোন থানে জলের উপরিভাগে এক দিগে ও তাহার নিম্নে তদ্বিপরীত দিগে স্রোতঃ চলিতেছে। যদিচ পোত-সঞ্চালনের নিমিত্ত এই সকল সু্যেতের পরিজ্ঞান বিশেষ আবশ্যক বটে, তত্ৰাপি সামান্য-পাঠক-পক্ষে তাহা প্রয়োজনীয় ও মনোরঞ্জক বোধ হইবেক না, অতএব তদ্বিষয়ের বর্ণনা অধুনা লেথিতব্য নহে। প্রাকৃত ভূগোলীয় মানচিত্রে ঐ সকল সু্যেতঃ অতি সূক্ষ্ম রেখায় চিত্রিত হয়, এবণ তাহার গতির দিগ-নিরুপণার্থে কতক্‌ গুলি বাণ চিত্রিত হইয়া থাকে। যে দিগে বাণের অগ্রভাগ দৃষ্ট হয় তদিগেই সু্যেতের গতি।