পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উৎস ও নদীর বিবরণ। や > একাদশ প্রকরণ । উৎস ও নদীর বিবরণ । 铬?息息息???密 :3 M.A., M.Y.f ఘే ဗွီရွိဳင္ငံ •ኔog ఫిత్జ్ :: মুদুই জলের আকর। সূৰ্য্য-কিরণে ঐ জল : সৰ্ব্বদাই বাপরূপে পরিণত হইয়া অন্ত

রীক্ষে উৎক্ষেপিত হয় ; ও তথায় কিয়ৎ# কাল থাকিয়। পরে বায়ুর ক্রমে এবণ পৃথিবী ও সূর্য্যের পরল্পর অন্তরতার হাস-বৃদ্ধ্যনুসারে কোয়াসা শিশির হিমানী বা বৃষ্টিরুপে পৃথিব্যুপরি বর্ষিত হইয় থাকে। ঐ বর্ষিত বারির কিয়দNশ মৃত্তিক মধ্যে প্রবিষ্ট হ'ষ্টয়া যায়, ও অপরা^শ নদীরূপে পরিণত হয়। যে জল ভূমিসাৎ হয়, তদ্বারা মৃত্তিকা সিক্ত থাকিয়া পৃথিবীকে ফলবতী ও প্রাণীর বাসোপযুক্ত করে। অপর পুষ্করিণ্যাদির খনন করিলে ঐ জল উৎক্ষিপ্ত হইয় তাহা পূর্ণ করিয়া থাকে।

তরল পদার্থের এক প্রধান ধৰ্ম্ম এই ষে, তাহার সৰ্ব্বত্র সমোচ্চ থাকে, কদাপি তাহার কোন অপশ উচ্চ ও অপরাণশ নিম্ন হয় না; কোন কারণ বশতঃ সমোচ্চতার হানি হইলে তৎক্ষণাৎ ঐ জল আন্দোলিত হইয়া সমোচ্চতা রক্ষার চেষ্টা করে । এই কারণ-বশতঃ উচ্চ স্থানের কোন ছিদ্র বা ফাটালে বৃষ্টির জল প্রবিষ্ট হইলে ঐ ছিদ্র বা ফাটালের তল দিয়া তাহ নিমু স্থানে আসিয়া তথাকার কোন ছিদ্রদ্বারা অতি বেগে উৎক্ষিপ্ত হইতে থাকে। ঐ জলোৎক্ষেপণের নাম “ উৎস’ বা “ ফোয়ারা ’ , এৰণ পৃথিবীর অনেক স্থানে তাহা বৰ্ত্তমান আছে।

    • 2. 贺姆