পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b- S 2ांक्लड-सृष्5ाव्न । বিষয়ের পরিজ্ঞান নাবিকদিগের যাদৃশ প্রয়োজনীয় স্থলস্থদিগের তাদৃশ নহে, সুতরা^ উক্ত বিদ্যাৰ্জ্জনে উভয়ে সমোৎসাহসী না হওয়াতে উভয়ে তুল্য পারদর্শী হইতে পারে না। রেডফিল্ড, রীড়, পিডিঙ্গটন এব^ মরি সাহেবের এ বিষয়ের প্রধান আচার্য্য ; ইহাদিগের পূৰ্ব্বে কেহ বাতাবত্তের ধৰ্ম্ম-নিরূপণে কৃতকাৰ্য্য হয়েন নাই । সমুদ্রের যে ভাগদিয়া বাতাবৰ্ত্ত প্রবাত হয়, তথাকার জল উত্থিত হইয়া অন্যত্রাপেক্ষায় ২০৷২৫৫০ হাত কদাপি তদ্বিগুণ বা ত্রিগুণ উচ্চ হইয়া ঝড়ের সহিত ভুমণ করে ; এই উত্থিত বারির নাম “ বাতাবৰ্ত্তকল্লোল ’’। জাহাজের পক্ষে ইহা অত্যন্ত অনিষ্টকর । ৩০ সালের ঝড়ে অনেক জাহাজ এই কল্লোলে আরোহণ করিয়া সমুদ্র ত্যাগ করত গঙ্গাসাগর-দ্বীপের মধ্যস্থবৃক্ষাগ্রে উপস্থিত হইয়াছিল । বাতাবৰ্ত্তের চতুদিগে যে তরঙ্গায়িত জলের সু্যেতঃ উৎপন্ন হয়, তাহাকে “ বাতাবৰ্ত্ত-সু্যেতঃ ” শব্দে কহি। নাবিকদিগের পক্ষে তাহার স্বভাল জ্ঞাত থাকা অত্যন্ত আবশ্যক : পরন্তু এস্থলে তাহার বাহুল্য-বর্ণন-করণ অভিসন্ধেয় নহে। বাতাবৰ্ত্তের সময়ে মুহুর্মুহুঃ মেঘ-গজ্জন, বিদ্যুদ্বিকাশ ও প্রচুর বারিবর্মণ হইয়া থাকে, ইহাতে বোধ হয় বিদু্যতের সহিত বাতাবত্তের কোন বিশেষ সম্বন্ধ থাকিবে । পৃথিবীর অনেক স্থানে বাতাবৰ্ত্ত হইয়া থাকে, তন্মধ্যে বঙ্গোপসাগর, মরিচ-দ্বীপের নিকটস্থ ভারত-সমুদ্র, চীনসমুদ্র, এব^ কারিবি-সমুদ্রে ইহা যে প্রকার বেগবিশিষ্ট । হয়, অন্যত্র তদ্রুপ হয় না; এই প্রযুক্ত উক্ত কয় স্থানকে