পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ२ প্রাচীন মুদ্রা। কণিষ্কের পরে হুবিষ্ক কুষণ সাম্রাজ্যের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন । র্তাহার রাজ্য-বিস্তৃতি কতদূর ছিল এবং কণিষ্কের সহিত র্তাহার কি সম্পর্ক ছিল, তাহ নির্ণয় করিবার কোন উপায়ও অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । কুষণাব্দের ৩—১৮ বর্ষ পর্য্যন্ত কালের মধ্যে উৎকীর্ণ খোদিত-লিপি সমূহে কণিক্ষের নাম পাওয়া যায় ১। উক্ত অব্দের ২৪শ বর্ষে উৎকীর্ণ মথুরার নিকটবৰ্ত্তী ইসাপুর নামক স্থানে আবিষ্কৃত একটি শিলাস্তম্ভের থোদিতলিপিতে বাসিন্ধ নামক একজন রাজার উল্লেথ দেখিতে পাওয়া যায় ২ । বাসিস্কের কোন মুদ্র অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। মথুরায় আবিষ্কৃত কুষণাব্দের ২৮শ বর্ষে উংকীর্ণ একখানি শিলালিপিতে বোধ হয় এই বাসিস্কেরই উল্লেখ ছিল ৩ । কিন্তু কুষণাব্দের ৩৩শ বর্ষ হইতে ৬০ বর্ষ পর্যান্ত কালের মধ্যে উৎকীর্ণ মথুরায় আবিষ্কৃত শিলালিপি সমূহে কেবল হুবিন্ধের উল্লেখ দেখিতে পাওয়া যায় মথুরা ব্যতীত ভারতবর্ষের অপর কোন স্থানে হুবিন্ধের শিলালিপি আবিষ্কৃত হয় নাই । আফুগানিস্তানে কাবুলের উত্তর ওয়ার্ডাক নামক স্থানে একটি শরীরনিধানের খোদিত-লিপি হইতে অবগত হওয়া যায় যে, উহা কুষণাব্দের ৫১ বর্ষে ছবিদের রাজাকালে স্থপমধ্যে স্থাপিত হইয়াছিল ইহা হইতে প্রমাণ হইতেছে যে, আফগানিস্তানের কিয়দংশও ছবিস্কের রাজ্যভূক্ত ছিল । হুবিস্কের বহু সুবর্ণ ও তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। সুবর্ণমুদ্রা {*) Epigraphia f ndica, Vol. X, p. 93, No. 925 : pp, 4-5, Nos. 18--23 ; Indian Antiquary, y 908, p. 67, Nos. 4-6, {k} Journal of the Royal Asiatic Society, 1910, p. 1311, (*) Indian Antiquary, Vol. XXXIII, p. 38, No. 8. ? (8) Epígraphia Indica Vol. X, app. pp. 8-1 1. Nos. 38-56. (•) ibid Vol. XI, pp. 2io— 1 i.