পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ । নূতন ভারতীয় মুদ্রা

  • ప్లొ-ఫిప్త శ్రీపాళీగా

গুপ্ত সম্রাট্রগণের মুদ্রা খৃষ্টীয় চতুর্থ শতাব্দীর প্রথম পাদে লিচ্ছবি রাজবংশের জামাতা ঘটোৎকচ গুপ্তের পুত্র প্রথম চন্দ্রগুপ্ত একটি নূতন রাজ্য স্থাপন করিয়া, ছিলেন । সম্ভবতঃ এই নব রাজ্যের সিংহাসনে চন্দ্র গুপ্তের অভিষেক কাল হইতে গোপ্তাদ প্রতিষ্ঠিত হইছিল। গুপ্তবংশীয় সম্রাট্রগণের শিলালিপিসমূহে চন্দ্রগুপ্তের পিতা ঘটোৎকচগুপ্ত এবং পিতামহ ত্ৰগুপ্ত কেবল মহারাজ উপাধিতে অভিহিত, ১ ইহু হইতে অনুমান হয় যে, তাহার করদ রাজা অথবা সামান্ত ভূস্বামী ছিলেন। শ্ৰীগুপ্তের কোন মুদ্রা অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । ঘটোৎকচগুপ্তের নামাঙ্কিত একটি মাত্র সুবর্ণ মুদ্র আবিষ্কৃত হইয়াছে। ইহা সেন্ট-পিটাসবার্গে বা পেট্রোগ্রাডের চিত্রশালায় রক্ষিত আছে ২ । মুদ্র-তত্ত্ববিদ জন আলানের মতানুসারে এই মুদ্র সম্রাট্র প্রথম চন্দ্রগুপ্তের পিতা ঘটোৎকচগুপ্তের মুদ্রা নহে, ইহা (3) Fleet's Gupta Inscriptions, pp. 8, 27, 43, 50, 53. {R) British Museum Catalogue of Indian Coins, Gupta Dynasties, p. 149.