পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీరి প্রাচীন মুদ্রা। সৌরাষ্ট্র গুপ্তসাম্রাজ্যভূক্ত হইয়াছিল। "মালবের উদয়গিরি পর্বতের গুহায় শাব অপর নামধেয় বীরসেন শিবপুজার নিমিত্ত একটি গুহা উৎসর্গ করিয়াছিলেন। বীরসেন তাহার খোদিত-লিপিতে বলিয়া গিয়াছেন যে, রাজা যখন পৃথিবী জয়ার্থ আগমন করিয়াছিলেন তখন তিনি তাহার সহিত এতদ্দেশে আসিয়াছিলেন।” এতদ্বারা প্রমাণ হইতেছে যে, চন্দ্রগুপ্ত স্বয়ং মালব ও সৌরাষ্ট্র আক্রমণ করিয়াছিলেন । সাঞ্চি ও উদয়গিরির তিনখানি শিলালিপি হইতে প্রমাণ হুইয়াছে যে, “দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যকালে, ৪০১ খৃষ্টাব্দের পূৰ্ব্বে, অর্থাৎ খৃষ্টায় ৪র্থ শতাব্দীর শেষপাদে মালব গুপ্তসম্রাট্ কর্তৃক অধিকৃত হইয়াছিল ।” - “মালব অধিকারের অব্যবহিত পরে সৌরাষ্ট্রের শকজাতীয় প্রাচীন ক্ষত্রপোপাধিধারী রাজবংশের অধিকার লোপ হইয়াছিল । কুষণবংশীয় সম্রাট্ প্রথম বাসুদেবের রাজত্বকালে অথবা ছবিষ্ক ও প্রথম বাস্থদেবের রাজাকালের মধ্যবৰ্ত্তী সময়ে উজ্জয়িনীর ক্ষত্রপ চপ্পনের পৌত্র রুদ্রদাম অন্ধু রাজ দ্বিতীয় পুলুমায়িকে পরাজিত করিয়া, কচ্ছ, সৌরাষ্ট্র ও আনৰ্ত্ত দেশে একটি নুতন রাজ্য স্থাপন করিয়াছিলেন। রুদ্রদমের বংশধর ও স্থলাভিষিক্তগণ ৩১ শকান্স (৩৮৮ খৃঃ অঃ ) পর্যন্ত সৌরাষ্ট্রদেশ অধিকার করিয়াছিলেন । মতাক্ষত্রপ সত্যসিংহের পুল্ল ৩১৩ শকাব্দে স্বনামে রক্ততমুদ্র মুদ্রাঙ্কন করাইয়াছিলেন । ৯০ গোপ্তান্ধ হইতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সৌরাষ্ট্রের শকরাজগণের অনুকরণে নিজনামে রৌপ্য মুদ্রা মুদ্রাঙ্কন আরম্ভ করেন । ইহা হইতে অনুমান হয় যে, ৩১০ শকাব্দে ও ৯০ গেীপ্তাদের ( ৩৮৮ হইতে ৪০৯ খৃষ্টাব্দের ) মধ্যবৰ্ত্তী সময়ে মহাক্ষত্রপ রুদ্রসিংহের অধিকার গুপ্তসাম্রাজ্যভুক্ত হইয়াছিল ১ ” (১) বাঙ্গালার ইতিহাস ১ম ভাগ, পূ: ৫১-৫২ ।