পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ । সৌরাষ্ট্র ও মালবের মুদ্র। খৃষ্টাব্দের প্রারম্ভে ভারতীয় গ্রীক রাজগণের “দ্রম্ম” নামক মুদ্রার অনুকরণে সৌরাষ্ট্রের শকজাতীয় ক্ষত্রপগণ নিজ নামে যে মুদ্রার মুদ্রাঙ্কন আরস্তু করিয়াছিলেন, তাছার অনুকরণে খৃষ্টীয় ষষ্ঠ বা সপ্তম শতাব্দী পর্যান্তু সৌরাষ্ট্র ও মালবের মুদ্র মুদ্রিত হইয়াছিল । খৃষ্ট পূৰ্ব্ব প্রথম শতাব্দীতে অথবা তাহার কিঞ্চিৎ পূৰ্ব্বে উত্তরাপথের শকরাজগণের জনৈক শাসনকৰ্ত্ত মালবে ও সৌরাষ্ট্রে একটি নূতন রাজা স্থাপন করিয়াছিলেন। কুষণ সাম্রাজ্য প্রতিষ্ঠার পূৰ্ব্বে এই রাজা স্থাপিত হইয়াছিল। এই বংশের রাজগণ রাজোপাধি গ্রহণ করেন নাই । তাহারা মঙ্গক্ষেত্রপ উপাধিতে পরিচিত। মহাক্ষত্রপ উপাধিধারী শকজাতীয় দুইটি রাজবংশ ভিন্ন ভিন্ন সময়ে সৌরাষ্ট্রের অধিকার লাভ করিয়াছিলেন । প্রথম রাজবংশ কুষণ সাম্রাজ্য প্রতিষ্ঠার পূৰ্ব্বে এবং দ্বিতীয় রাজবংশ কুষণ রাজবংশের সাম্রাজ্য ধ্বংসের কালে সৌরাষ্ট্রের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন । প্রথম রাজবংশের দুইজন মাত্র রাজার মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম রাজার নাম ভূমক। ইঙ্গর কেবল তাম্র মুদ্রাই আবিষ্কৃত হইয়াছে। ইহাতে একদিকে সিংহমূৰ্ত্তি ও অপরদিকে চক্র আছে এবং একদিকে থরোষ্ঠী অক্ষরে “ছহরদস ছত্রপস ভুমকস” ও অপর দিকে ব্রাহ্মী-অক্ষরে ক্ষহরা