বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ । ృసి\లి জাতীয় ১, ইহাতে প্রথমদিকে “শ্ৰীবিগ্রহ” লিখিত আছে। কিছুকাল পূৰ্ব্বে মালবে শ্ৰীদাম নামক জনৈক রাজার নামাঙ্কিত এই জাতীয় মুদ্র আবিষ্কৃত হইয়াছে ২ । গুর্জর প্রতীহারবংশীয় প্রথম ভোজদেবের রৌপ্য ও তাম্র মুদ্রা এই জাতীয় ও ইহাতে প্রথম দিকে ভোজদেবের উপাধি “শ্ৰীমদাদিবরাহ” লিখিত আছে এবং তাহার নিম্নে অগ্নিদেবতার বেদীর অস্পষ্ট অনুকরণ আছে। দ্বিতীয় দিকে বরাহ-অবতারের মূৰ্ত্তি আছে । উত্তর-পশ্চিমাঞ্চলের মুদ্রার অনুকরণে গঢ়ইয়া বা গঢ়িয়া নামক রৌপ্য ও তাম্র মুদ্র অষ্টাদশ শতাব্দী পর্য্যন্ত মুদ্রাঙ্কিত হইয়া আসিতেছে । এই জাতীয় মুদ্রায় চারিটি বিভাগ দেখিতে পাওয়া যায়। প্রত্যেক বিভাগের মুদ্রায় একদিকে সাসানীয় রাজমূৰ্ত্তির অনুকরণ ও অপর দিকে অগ্নিদেবতার বেদীর অনুকরণ আছে। প্রথম বিভাগের মুদ্রা সাসানীয় বুজত মুদ্রার দ্যায় ক্ষীণবেধ ও দীর্ঘাকার ৪ । দ্বিতীয় বিভাগের মুদ্র অপেক্ষাকৃত স্থূলতর এ । তৃতীয় বিভাগের মুদ্র স্থূলাকার এবং অতি ক্ষুদ্র ও । চতুর্থ বিভাগের মুদ্রা অতি কদাকার এবং অত্যন্ত আধুনিক ইহাতে নাগরী-অক্ষরে লিপি দেখিতে পাওয়া যায়, কিন্তু অপর কোন বিভাগের মুদ্রায় লিপির চিহ্ন মাত্রও নাই । রাওলপিণ্ডির নিকটে মাণিক্যালার বিখ্যাত স্তুপ খননকালে ís) Ibid, pp, 239--40, Nos. 1 - 13. (২। খ্ৰীদামের মুদ্রার বিবরণ ১৯১২—১৩ সালের প্রত্ব-তত্ত্ব-বিভাগের বার্ষিক কাৰ্য্যবিবরণীতে প্রকাশিত হইবে । (o 1. M. C., Vol. I, pp. 241-42, Nos. 1-1o. (8) Ibid, p. 24o, Nos. 1–3. (o # 1bid, Nos. 9-12. (•) Ibid, pp. 240--41, Nos. 13-23. (*) ibid, p. 241, No. 24. ":