পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎽbr প্রাচীন মুদ্রা। কলনমিশ্রের রাজতরঙ্গিণীতে উদভাগুপুরের শাছি রাজগণের উল্লেখ আছে। কণিষ্কের বংশধরগণ তুরুষ্ক শাহিবংশ নামে প্রসিদ্ধ এবং মন্ত্রীর বংশ হিন্দু শাহিবংশ নামে পরিচিত। যে মন্ত্রী রাজাকে সিংহাসনচ্যুত করিয়া স্বয়ং রাজ্য অধিকার করিয়াছিলেন, অলবিরুণীর মতানুসারে তাহার নাম কল্লর ১ । রাজতরঙ্গিণীর ইংরাজি অনুবাদক সার অরেল ষ্টাইন অনুমান করেন যে, রাজতরঙ্গিণীতে উল্লিখিত লল্লিয়শাহি এবং কল্পর একই ব্যক্তি ২ । কহ্লন আর একস্থানে লল্লিয়ের পুত্ৰ কমলুকের নাম উল্লেখ করিয়াছেন ৩ । ইনি অলবিরুণীর গ্রন্থে কমলু নামে পরিচিত ১ । লল্লিয় এবং কমলুক ব্যতীত কহলনমিশ্র ভীমশাহি এ এবং ত্রিলোচন পালশাহি ৬ নামক উদভাণ্ডের শাহিবংশের আর দুইজন রাজার নামোল্লেখ করিয়াছেন। ভীমশাঙ্গি কাশ্মীররাজ ক্ষেমগুপ্তের পত্নী দিদা দেবীর পিতামহ । ত্রিলোচনপাল শাহি বংশের শেষ রাজা ! ইঙ্গর রাজত্ব-কালে গান্ধারের হিন্দুরাজ্য লোপ হইয়াছিল। ১•১৩ খৃষ্টান্ধে ত্ৰিলোচনপাল গজনিরাজ মহমুদ কর্তৃক তোষি নদীতীরে পরাজিত হইলে ৭ তাহার পুত্ৰ ভীমপাল পাচ বৎসরকাল স্বাধীনতা অক্ষুঞ্জ রাখিয়াছিলেন । ইহার পরে গান্ধারের হিন্দুরাজ বংশের আর কোন ংবাদ পাওয়া যায় না । অলবিরুণী গান্ধারের শাহিরাজ্য ধ্বংসের পরে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন, “এই হিন্দুশাহীর রাজবংশ লুপ্ত হইয়াছে AHHS AAASASAAA AAAASAAAAMCCSAAAAAA AAAA AAAAMMAAAS AAASASASS (») Saghau's Albiruni, Vol. II p. 13. {R} Stein's Chronicles of the Kings of Kashmir, Vol. II, p. 336. (৩) রাজতরঙ্গিণী, পঞ্চম তরঙ্গ, ২৩৩ শ্লোক । (8) Saghau's Albiruni, Vol. II p. 13. (৫) রাজতরঙ্গিণী, ষষ্ঠ তরঙ্গ, ১৭৮ শ্লোক, সপ্তম তরঙ্গ, ১৯৮১ গ্লোক । {*} ঐ সপ্তম তরঙ্গ, s৭-৬৯ শ্লোক । (*) I. M. C., Vol. 1, p. 245.