వa 8 প্রাচীন মুদ্রা । বংশীয় মদনপালের মুদ্রা না হইলেও না হইতে পারে। উদভাগুপুরের শাহিরাজগণের মুদ্রার অনুকরণে নিৰ্ম্মিত সরক্ষণপাল, ১ মহীপাল ২ ও মদনপালের ৩ মুদ্র সম্ভবতঃ তোমর রাজবংশের মুদ্র । তোমর ংশের পরে চাহমান বা চৌহান বংশীয় সোমেশ্বর ৪ এবং তৎপুত্র পৃথ্বীরাজদেব • দিল্লীর অধিকার প্রাপ্ত হইয়াছিলেন। ইহারাও শাহিরাজগণের মুদ্রার অনুকরণে মিশ্রধাতুর মুদ্র মুদ্রাঙ্কিত করাইয়াছিলেন। সল্লক্ষণপাল, অনঙ্গপাল, মহীপাল, মদনপাল, সোমেশ্বর ও পৃথ্বীরাজের মুদ্রার দ্বিতীয় দিকে “অসাবরী শ্ৰীসামন্তদেব” অথবা “মাধব শ্ৰীসামন্তদেব” লিখিত আছে। পৃথ্বীরাজের মৃত্যুর পরে সুলতান মহম্মদ-বিন-সাম উৰ্দুভাগুপুরের শাছিরাজগণের মুদ্রার অনুকরণে মিশ্রধাতুর মুদ্র মুদ্রাঙ্কিত করাইয়াছিলেন। ইহাতে একদিকে “স্ত্রপৃথ্বীরাজ" ও অপর দিকে “শ্ৰীমহমদ সমে’ লিখিত আছে ৬ । মুসলমান বিজয়ের পরে দিল্লীর সম্রাট গণ ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগ ও চতুর্দশ শতাব্দীর প্রথম পাদ পর্য্যন্ত উদভাগুপুরের শাক্তিরাজগণের মুদ্রার অনুকরণ করাইয়াছিলেন আলতামসের পুত্ৰ নাসিরউদিনের ৮ পরে এই জাতীয় মুদ্রা আর দেখিতে পাওয়া যায় না । (s) 1. M. C., Vol. I, p. 259, Nos. 1--2 (*) Ibíd., p. 26o, Nos. 1--2. (*) Cunningham's Coins of Mediaeval India, p. 87, No. 15. (8) I. M. C., Vol. 1, p. 261, Nos. I-4. (*) Ilyid, pp. 261 -62, Nos. I-9. (9) Cunningham's Coins of Mediaeval India, p. 86, No. 12. (*) H. N. Wright, Catalogue of Coins in the Indian Museum, Vol. 11, pt. 1, pp. 17-33. (*) łbid, p. 33.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২২৬
অবয়ব