বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ । 업 স্তস্তু গাত্রে পায়ণে থোদিত দুইটি প্রাচীন চিত্র আবিষ্কৃত হুইয়াছে । এই দুইখানিরই আখ্যান বস্তু এক । শ্রাবস্তীবাসী শ্রেষ্ঠ অনাথপিগুদ বৌদ্ধ সঙ্গের ব্যবহারের জন্ত একটি উদ্যানবাটিক নিৰ্ম্মাণের চেষ্টা করিতেছিলেন । উষ্ঠানের জন্ত তিনি যে ভূমি মনোনীত করিয়াছিলেন তাঙ্গ জেত নামক জনৈক রাজকুমারের সম্পত্তি । অনাথপিণ্ডদ জেতকে ভূমির মূল্যেব কথা জিজ্ঞাসা করিলে তিনি উত্তর দিয়াছিলেন যে, সুবৰ্ণ বিস্তৃত করিয়া ভূমি আচ্ছাদন করিলে তিনি উচা বিক্রয় করিতে পারেন। অনাথপিগুদ অষ্টাদশ কোটি সুবর্ণখণ্ড দিয়া উক্ত ভূমি আচ্ছাদন DD BBS BB BBBBBBBS BB BB BBB BBB BBB ধনু যে, কয়েকজন পরিচারক চতুষ্কোণ সুবর্ণমুদ্র লইয়া ভূমি আচ্ছাদিত করতেছে । বুদ্ধগয়ার চিত্রে দুইজন পরিচারক চতুষ্কোণ সুবর্ণমুদ্রা লইয়া নি আচ্ছাদন করিতেছে ও তৃতীয় পরিচারক আধারে মুদ্রা লইয়া BSBBk S BBBBS BBB SBBB S BBBB BBBB BBBB BBB BB BBBBBS BB BBBB BBBS BBB BBB BBBBB এবং অপর দুইজন তাহা ভূমিতে বিস্তৃত করিতেছে । উভয় চিত্রেই মুদ্রার আকার চতুষ্কোণ । এই দুইখানি চিত্রে যখন দেখিতে পাওয়া যাইতেছে নে অনাথপি গুদের আদেশে জেতবনে বিস্তৃত সুবর্ণ চতুষ্কোণ মুদ্রা, তখন ইহ। স্থির যে ভারতের সর্বপ্রাচীন মুদ্রা আকারে চতুষ্কোণ ১ ছিল । সমগ্র ভারতে যে সমস্ত অঙ্কচিহ্নযুক্ত সুবর্ণ, রজত, বা তাম মুদ্র, আবিষ্কৃত হইয়াছে তাহার অধিকাংশই চতুষ্কোণ। সুতরাং প্রাচীন পুরাণ বা ধরণ এবং এই সকল অঙ্কচিহ্নযুক্ত মুদ্রার একত্ব সম্বন্ধে সন্দেহের বিশেষ কারণ নাই । উত্তরাপথে ও দক্ষিণাপথে এই জাতীয় (১) বুদ্ধগয়ায় বস্ত্রাসনের নিম্নে এবং সকিয় স্তুপে কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র সুবর্ণ, মুদ্র আবিষ্কৃত হইয়াছে ।