পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 প্রাচীন মুদ্রা । হইয়া আসিতেছিল । ক্রমে আথেন্সের অবস্থার অবনতির সহিত প্রাচ্যজগতে এই জাতীয় মুদ্রার অভাব হইতে থাকে, এবং অনুমান ৩২২ খৃষ্ট পূৰ্ব্বাদে আথেন্সনগরের মুদ্রাঘন্ত্রের কার্য বন্ধ হইয়া যায়। এই সময় হইতে প্রাচ্যজগতে এই জাতীয় মুদ্রা নিৰ্ম্মাণ আরব্ধ হইয়াছিল। ভারতে নিৰ্ম্মিত এই জাতীয় মুদ্রার কতকগুলি আথেন্সের মুদ্রার অনুকরণ মাত্র । মানবের স্বভাব সহজে পরিবর্ধিত হয় না, এই কারণে আথেন্সের পেচকাঙ্কিত মুদ্রার অভাব হইলে প্রাচা বণিকসমাজ নূতন প্রকারের মুদ্র ব্যবহার না করির চিরাভ্যস্ত পেচকমুদ্ভিযুক্ত মুদ্রার অন্ত্রকরণ আরম্ভ করিয়াছিলেন । ভারতবর্ষে এই মুদ্রার যে অনুকরণ হইয়াছিল তাতার কতক গুলিতে পেচকের পরিবর্ত্তে গ্রেনের মুষ্টি দেখিতে পাওয়া যায় । খৃষ্ট পূৰ্ব্ব চতুর্থ শতাব্দীর সপ্তম দশকে জগদ্বিজয়ী আলেকজাণ্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করিয়াছিলেন তখন সুভূতি নামক জনৈক রাজ পঞ্চনদে রাজত্ব করিতেন । সুভূতি আথেনীয় মুদ্রার অনুকরণে যে রজতমুদ্র মুদ্রাঙ্কন করাইয়াছিলেন তাঙ্গার একদিকে শিরস্ত্রাণ-পরিচিত রাজার মস্তক ও অপর দিকে কুকুট মূৰ্বি অঙ্কিত আছে। এইসকল মুদ্রায় গ্ৰীক ভাষায় সুভূতির ( Sophytes ) নাম লিখিত আছে । আলেকজাণ্ডারের নামাঙ্কিত কতকগুলি চতুষ্কোণ তাম মুদ্রা ভারতবর্ষে আবিস্কৃত হইয়াছিল । এই (8) B. V. Head, Catalogue of Greek Coins in the IBritish Museura, Atti a, pp. XXXI-XXXII, Athens, Nos, 267-276a —Nos, 267—276 a, pl. VI 1, 3— 1o. {x} Rapson's Indian Coins, p, 3, pl. I. 7. (e) V.A. Smith, Early History of India, 3rd Edition, pp. 80–90. (8) V. A. Smith, Catalogue of Coins in the Indian Museum. Vol. I. p. 7, pl. l. 1-3.