তৃতীয় পরিচ্ছেদ । &&. অমিত ও হেরময়ের মুদ্রা উল্লেখযোগ্য । ঝোইলের দুই প্রকার রজত ও তিন প্রকারের তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। র্তাহার রজত মুদ্রাগুলি গোলাকার । প্রথম প্রকারের রজত মুদ্রায় একদিকে রাজার মস্তক ও অপর দিকে হারকিউলিসের মূৰ্ত্তি; এবং দ্বিতীয় প্রকারের রজত মুদ্রায় হারকিউলিসের মূৰ্ত্তির পরিবর্তে পালাসের মূৰ্ত্তি আছে ২। প্রথম প্রকারের তাম্র মুদ্রায় একদিকে আপোলোর মৃত্তি ও অপর দিকে ত্রিপদ বেদী আছে ৩ । দ্বিতীয় প্রকারের তাম্র মুদ্রায় একদিকে হস্তীর মূৰ্ত্তি ও অপর দিকে ত্রিপদ বেদী আছে ৪ । তৃতীয় প্রকারের তাম্র মুদ্রায় একদিকে সিংহচম্মনিৰ্ম্মিত শিরস্ত্রাণযুক্ত হারকিউলিসের মস্তক ও অপর দিকে কোষবদ্ধ ধনু এবং গদা আছে আন্তিমথের এক প্রকার রজত মুদ্রা ও এক প্রকার তাম মুদ্র আবিষ্কৃত হইয়াছে। রজত মুদ্রায় একদিকে বিজয়া দেবী ও অপর দিকে অশ্বারোহীর মূৰ্ত্তি আছে ১ । তাম্র মুদ্রায় একদিকে রাক্ষসের মুখ ( Gorgon's head ) ও অপর দিকে মাল্য আছে ৭ । অমিতের দুই প্রকার রজত মুদ্রা ও এক প্রকার তাম্র মুদ্রা আছে। প্রথম প্রকারের রজত মুদ্রায় একদিকে রাজার মুক্তি ও অপর দিকে জুপিটারের মূৰ্ত্তি আছে ৮। দ্বিতীয় প্রকারের রজত (») P. M. C., Vol. I, p, 65, Nos, 522-25 : 1. M. C., Vol. i. p. 28, Nos. 3-4. (*) ¡bid., Nos, 1-2 , P. M. C., Vol. I, pp. 65-67, Nos. 526-4o. (*) Ibid, p. 67, No. 541–45; i, M. C., Vol. I, p. 29, No. 5. (*) P. M. C., Vol. I, pp. 67-68, Nos. 546-49, {a) Ibid, p. 68. No. ii, (9) Ibid. p. 7o, Nos, 557-72 ; 1. M. C., Vol. I, p. 29, Nos. i—t 4. - (*) P. M. C., Vol. I, pp. 7o-71, Nos. 573-74. - . . . (*) 1bid, p. 78, Nos. 635-36 : i. M. C., Vol. I, p. 31, No. 1,
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৭৭
অবয়ব