পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ to | s FT" Ast" (TA Sf)=1" (British Museum Catalogue of Indian Coins, Andhras W. ksatrapas etc.), offo “33#so quiz offios” (British Museum Catalogue of Indian Coins, Gupta Dynasties), trotto: “Atoto 3 ভারতবর্ষের গ্রীক ও শকরাজগণের মুদ্রার তালিক” (British Museum Catalogue of Indian Coins, Greek & Scythic kings of Bactria & India ), স্মিথের “কলিকাতা চিত্রশালার মুদ্রার তালিকা" (Catalogue of Coins in the Indian Museum, Vol. I ), কোয়াইট হেডের “পঞ্জাব চিত্রশালার মুদ্রার তালিকা” (Catalogue of Coins in the Punjab Museum, Lahore, Vol. I ) of: প্রসিদ্ধ গ্রন্থ অবলম্বনে এই গ্রন্থ রচিত হইয়াছে । কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস শাস্ত্রের সহকারী অধ্যাপক খ্ৰীযুক্ত রমেশচন্দ্র মজুমদার এম, এ, মহাশয় এই গ্রন্থের প্রথম হইতে অষ্টম পরিচ্ছেদের পাণ্ডুলিপি পাঠ করিয়া সংশোধন করিয়া দিয়াছেন। পণ্ডিত ঐযুক্ত বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ মহাশয় পীড়িত অবস্থাতেও গ্রন্থের পাণ্ডুলিপি আদ্যোপাস্ত পাঠ করিরা ভাষা ও বর্ণাশুদ্ধি সংশোধন করিয়া দিয়াছেন । কলিকাত চিত্রশালার প্রত্নতত্ত্ববিভাগের অধ্যক্ষ ডাক্তার ডি, বি, পুনার ( Dr. D. B. Spooner ) কলিকাতা চিত্রশালার মুদ্র সমূহ এবং মুহৃদ্ধর রায় খ্ৰীযুক্ত মৃত্যুঞ্জয় রায় চৌধুরী বাহাদুর ও শ্ৰীযুক্ত প্রফুল্লনাথ ঠাকুর তাহাদিগের সংগৃহীত মুদ্র সমূহের চিত্র প্রকাশ করিবার অনুমতি প্রদান করিয়াছেন। বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগে বঙ্গীয় সাহিত্য পরিষদের চিত্রশালার যে কয়টি भूज्जाब চিত্র প্রকাশিত হইয়াছিল, তাহার মধ্যে কয়েকটি মুদ্রার চিত্র প্রকাশিত হইল। চিত্র লুচীতে ভিন্ন ভিন্ন মুদ্রার স্বত্বাধিকারিগণের নাম লিপিবদ্ধ হইল । লেখনী