পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ । این برنا মোগের পরবর্তী ১ । মোগের পরে ভনোন কান্দাহার ও সিজিস্তানে রাজা হইয়াছিলেন এবং অয় পঞ্জাবের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন। কিন্তু এই মত সাধারণে প্রচলিত বলিয়া স্বীকার করা যায় না । গর্ডনার ২ ও ভঙ্গ সালে এই মতের প্রবর্তৃক ; কিন্তু পরবর্তী কালে ইহা প্রতিষ্ঠালাভ করে নাই । মোআ বা মোগ, ভনোন অথবা অয়ের রাজ্য কালের কোনও খোদিত-লিপিই অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই,৩ সুতরাং অপর প্রমাণের অভাবে স্মিথ ও রেপসনের মতই গ্রহণ করা উচিত বলিয়া বোধ হয়। ভানানের কোন স্বতন্ত্র মুদ্র অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । যে সমস্ত মুদ্রায় তাহার নাম আবিষ্কৃত হইয়াছে, তাহার কতকগুলিতে একদিকে তাহার নাম ও অপরদিকে তাছার ভ্রাতা স্পলহোরের নাম আছে একদিকে গ্রীকৃ অক্ষরে ভনোনের নাম ও অপর দিকে খরোষ্ঠী অক্ষরে স্পলহোরের নাম দেখিতে পাওয়া যায় । কতকগুলি মূদ্রায় একদিকে ভনোনের নাম ও অপর দিকে স্পলহোরের পুল্ল স্পলগদমের নাম পাওয়া যায় ভনোন ও স্পলঙ্কোরের নামযুক্ত মুদ্রা দ্বিবিধ। প্রথম প্রকারের মুদ্র রজত-নিৰ্ম্মিত ও গোলাকার ৬ । ইহাতে একদিকে অশ্বপৃষ্ঠে রাজার মূৰ্ত্তি ও অপর দিকে বস্ত্র হস্তে জুপিটারের {5} ibid, p. 92. (R) B. M. C., p. xli. i ggS BBB BB BBBB BB BBBBDD DBBB BBB BBB রঞ্জকালে উৎকীর্ণ । r (8) 1. M. C., Vol. I, pp. 4o --4r. Nos. 1--8 : P, M, C., Vol. 1, pp. 141-132, Nos. 372-381, *. , (*) Ibid, p. 142, Nos. 383-85; I, M, C., Vol. I, p. 42, Nos. 1-3, - * * ". (8) Ibid, p. 4o, Nos, 1 -3 : P. $1, C., Vol. I, p. 141, Nos. 373-74. - . o ". . ... .