বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রেমিক গুরু.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভক্তি S84 SLS CSATAMMTS CMAMAMAASAAAS পরিশেষে নিৰ্ম্মল ও গাঢ়তম ভগবৎ-প্রকাশক বিশুদ্ধ সত্ত্বে পর্য্যবসিত হয়। এই সাধন-প্রণালী যার পর নাই গুরুতর এবং সাতিশয় ভয়ঙ্কর । সুতরাং শৃঙ্গার-সাধনে অধিকার লাভ না করিয়া কেহ কদাচ তাহার অনুষ্ঠানে প্রবৃত্ত হইবে না । সাধনার ক্রম এইরূপ — পাঠক ! সুষুম্না নাড়ীর ছয়ট স্থানে ভিন্ন ভিন্ন কার্য্যোপযোগী ছয়টা স্নায়ুকেন্দ্র রহিয়াছে। সেই ছয়ট স্নায়ুকেন্দ্রই শাস্ত্রোক্ত ষট চক্র । * সুষুম্নার অধোমুখস্থিত সৰ্ব্বাধঃ স্নায়ুকেন্দ্রই মুলধার এবং উদ্ধ প্রান্তস্থ সৰ্ব্বোৰ্দ্ধস্বায়ুকেন্দ্রই আজ্ঞাচক্র । এই আজ্ঞাচক্রই বুদ্ধি বা চেতনা-শক্তির বাসস্থান । ইহার উদ্ধে মহাকাশে চিদানন্দময় সহস্রদল কমল অবস্থিত । ইহা সমুদায়দেহ-ব্যাপক হইলেও,মস্তিষ্কস্থিত চেতনা-শক্তির আশ্রয়ত্ব নিবন্ধন কেবল উদ্ধত মাত্র অপেক্ষা করিয়া, সৰ্ব্বোপরি কল্পিত হইয়া থাকে। মস্তিষ্ক ও মেরু-মজ্জার সারভূত রসই শুক্র , এই হেতু শুক্রকে মজ্জারস বলে । ইড়ানাড়ীর অন্তর্গত জ্ঞানাত্মক স্বায়ু সমূহ, যেরূপ রস, রক্তাদি শারীকি উপাদান হইতে নিয়ত শুক্রকণাসমূহ সংগ্রহ পূৰ্ব্বক, তৎসমুদায় মস্তিষ্কে আনয়ন করিয়া, তাহার পুষ্টি সাধন করিতেছে, পিঙ্গল নাড়ীর অন্তর্গত কৰ্ম্মাত্মক স্বায়ুসমূহও সেইরূপ মস্তিষ্ক হইতে শুক্রকণা গ্রহণ পূৰ্ব্বক, নিয়ত তৎসমুদায় দেহেস্ক্রিয় কার্য্যে ব্যয় করিয়া, তাহার ক্ষয় সাধন করিতেছে । কিন্তু সাধারণ দেহেন্দ্রিয় ব্যাপারে শুক্র অণুমরিমাণে ধীরে ধীরে ক্ষয়িত হয় বলিয়া সুস্পষ্ট বুঝা যায় না, কেবল শৃঙ্গার-ক্রিয়াতেই ইহা অধিক পরিমাণে সত্বর ব্যয়িত হয় বলিয়া স্পষ্টরূপে বুঝা যায়। নরনারীর

  • ষট চক্র, মাডী ও বায়ুর কথা প্রভৃতি সাধকের অবশ্ন জ্ঞাতব্য বিষয়গুলি মৎপ্রণীত "যোগীগুরু" গ্রন্থে,বিন্দু সাধনার উপায় “জ্ঞানী-গুরু" গ্রন্থে এবং বিন্দু ধারণের উপकॉब्रिडां वा यtब्रांछनौञ्चङ गचटक धे छैछग्न &l८छ् ७ “बक्रझर्षी-नॉषम” अtइ दिछुङ डांप्द दभिंड झझेग्नांदह ।

اسمه وه اج